গত ২, ৩ নবেম্বর ভি.এস.এস.-এর ব্যবস্থাপনায় আনন্দনগরে এক মাস ফিডিং (গণভোজ)-এর আয়োজন করা হয়৷ এটি পরিচালনা করেন আচার্য সংশুদ্ধানন্দ অবধূত৷
কুর্মীডি গ্রামে ২৪ ঘণ্টা ব্যাপী ‘বাবা নাম কেবলম্’ অখণ্ড নাম সংকীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ পরিচালনা করেন আচার্য শুভপ্রসন্নানন্দ অবধূত, আচার্য শিবপ্রেমানন্দ অবধূত ও আচার্য সত্যসাধনানন্দ অবধূত৷ কীর্ত্তন শেষে স্বাধ্যায় করেন ও ভক্তিতত্ত্বের ওপরে বক্তব্য রাখেন আচার্য শিবপ্রেমানন্দ অবধূত৷ এই কীর্ত্তনানুষ্ঠানে উমানিবাস থেকে সন্ন্যাসী দিদিরাও যোগদান করেছিলেন৷
৫ই নবেম্বর চিতরপুর গ্রামে অখণ্ড কীর্ত্তন হয়৷ কীর্ত্তন পরিচালনা করেন ধনঞ্জয় মাহলি ও আচার্য শুভপ্রসন্নানন্দ অবধূত৷ কীর্ত্তন শেষে স্বাধ্যায় করেন আচার্য দেবাত্মানন্দ অবধূত৷ সাধনা ও কীর্ত্তন মহিমার ওপর বক্তব্য রাখেন আচার্য মুক্তানন্দ অবধূত৷
আনন্দমার্গীয় প্রথায় বিবাহানুষ্ঠান
গত ৫ই নবেম্বর চিতমু গ্রামের জাগৃতি ভবনে ধর্মচক্রের পরে আনন্দমার্গীয় বিধিতে এক বিবাহ অনুষ্ঠান হয়৷ এই অনুষ্ঠানে প্রভাত সঙ্গীত ও কীর্ত্তন পরিচালনা করেন আচার্য শিবপ্রেমানন্দ অবধূত ও তাপস গরাঞ৷ স্বাধ্যায় করেন আচার্য মুক্তানন্দ অবধূত৷
এই বিবাহে পাত্র ছিলেন অজয় গরাঞ ও পাত্রী পিঙ্কি গরাঞ৷ এই বিবাহ অনুষ্ঠানে পৌরোহিত্য করেন পাত্র ও পাত্রী পক্ষে যথাক্রমে আচার্য দেবাত্মানন্দ অবধূত ও অবধূতিকা আনন্দ ব্রতীশা আচার্যা৷ আনন্দমার্গের সর্বপ্রকার কুসংস্কারমুক্ত বিবাহ পদ্ধতি সম্পর্কে বক্তব্য রাখেন আচার্য মোহনানন্দ অবধূত ও অবধূতিকা আনন্দ ব্রতীশা আচার্যা৷
শ্রাদ্ধানুষ্ঠান
চিতমু ঃ সম্প্রতি চিতমু নিবাসী সহদেব গরাঞ পরলোকগমন করেন৷ গত ১৭ই নবেম্বর তাঁর পৌত্র শ্রী অজয় গরাঞ আনন্দমার্গীয় বিধিতে শ্রাদ্ধানুষ্ঠানের ব্যবস্থা করেন৷ প্রথমে এক ঘণ্টা ‘বাবা নাম কেবলম্’ কীর্ত্তন হয়৷ কীর্ত্তন পরিচালনা করেন দীপক গরাঞ ও আচার্য সংশুদ্ধানন্দ অবধূত৷ স্বাধ্যায় করেন চিতমুর সেন্ট্রাস জাগৃতির ইয়ূনিট সেক্রেটারী দীপক গরাঞ৷ শ্রাদ্ধানুষ্ঠানে পৌরোহিত্য করেন আচার্য মুক্তানন্দ অবধূত৷ এরপর মুক্তানন্দজী আনন্দমার্গের শ্রাদ্ধানুষ্ঠান সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের বৈশিষ্ট্যের ওপর বক্তব্য রাখেন৷