আনন্দনগরে ১, ২, ৩ জানুয়ারী---২০১৮ তে আনন্দমার্গের ধর্মমহাসম্মেলন

সংবাদদাতা
পি.এন.এ
সময়

আন্তর্জাতিক নববর্ষকে (২০১৮) স্বাগত জানাতে আনন্দনগরে ১,২,৩ জানুয়ারী আনন্দমার্গের ধর্মমহাসম্মেলন অনুষ্ঠিত হবে৷ এই সংবাদ জানিয়ে আনন্দমার্গ প্রচারক সংঘের কেন্দ্রীয় ধর্মপ্রচার সচিব আচার্য বিকাশানন্দ অবধূত বলেন পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, অসম, ওড়িশা, ঝাড়খণ্ড ও বিহার সহ ভারতের বিভিন্ন রাজ্য থেকে,  সঙ্গে সঙ্গে বহির্ভারতের বিভিন্ন দেশ থেকেও দলে দলে আনন্দমার্গীরা এই ধর্মমহাসম্মেলনে যোগদান করবেন৷ ৩১শে জানুয়ারী বিকেল থেকে ‘ৰাৰা নাম কেবলম্’ মহামন্ত্রের অখণ্ড কীর্ত্তন শুরু হয়ে যাবে৷ চলবে ৩রা জানুয়ারী ২০১৮ বিকেল পর্যন্ত৷ আনন্দমার্গের শ্রদ্ধেয় পুরোধা প্রমুখ আচার্য কিংশুক রঞ্জন সরকার মার্গগুরু-প্রতিনিধি রূপে এই ধর্মমহাসম্মেলনের তিনদিনই সকাল ও সন্ধ্যায় আধ্যাত্মিক প্রবচন দেবেন৷ ধর্মমহাসম্মেলন উপলক্ষ্যে প্রতিবছরের মত এ বছরেও আনন্দমেলা বসবে৷ এই আনন্দমেলায় বিশেষ করে আনন্দমার্গ পাবলিকেশনের বুকষ্টল, প্রাউটের বুকষ্টল,

মাইক্রোবাইটাম ওষুধের বুকষ্টল থাকবে৷ সংস্থার প্রকাশিত বিভিন্ন পুস্তক, পত্রপত্রিকা, ম্যাগাজিন প্রভৃতি থাকবে৷ ধর্মমহাসম্মেলনে ‘রাওয়া’র পরিচালনায় প্রতিদিন সন্ধ্যায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, তাতে বিভিন্ন শিল্পী প্রভাত সঙ্গীত, প্রভাত সঙ্গীত অবলম্বনে নৃত্য, নাটক প্রভৃতি পরিবেশন করবেন৷ এই ধর্মমহাসম্মেলনে গত ছয় মাসে কোথায় কী কী সেবামূলক  কাজ হয়েছে তা পর্যালোচনা হবে ও আগামী ছ’ মাসের জন্যে বিভিন্ন সেবামূলক কর্মসূচীর কথা ঘোষণা করা হবে৷