আনন্দনগরে অখণ্ড কীর্ত্তন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

আনন্দনগরে  ধর্মমহাসম্মেলন উপলক্ষ্যে ৩১শে ডিসেম্বর বিকেল  ৩টে পর্যন্ত ত্রিদিবসব্যাপী অখন্ড কীর্ত্তন  অনুষ্ঠিত হয়৷ হরিপরিমন্ডল গোষ্ঠী কর্তৃক আয়োজিত এই অখন্ড ‘ৰাৰা নাম কেবলম্’ মহামন্ত্রের কীর্ত্তনে হাজার হাজার  ভক্ত যোগদান করেন৷ দেশের বিভিন্ন স্থান থেকে, বহির্ভারতেরও  বিভিন্ন দেশের হরিপরিমন্ডল গোষ্ঠী এই কীর্ত্তনে যোগদানে করেন৷ ৩রা জানুয়ারী বিকেল ৩ টের সময় কীর্ত্তন সমাপ্ত হলে ‘কীর্ত্তন মাহাত্ম্য’ সম্পর্কে বক্তব্য রাখেন আচার্য দেবাত্মানন্দ অবধূত ও আচার্য কাশীশ্বরানন্দ অবধূত৷ আচার্য কাশীশ্বরানন্দ বলেন, কীর্ত্তন মানুষের দেহমনকে  পবিত্র করে, কীর্ত্তনের  দ্বারা সহজেই আধ্যাত্মিক প্রগতি ঘটানো  যায়৷

আনন্দনগরের অখন্ড কীর্ত্তন  পরিচালনার  প্রধান দায়িত্বে ছিলেন আচার্য পরিতোষানন্দ অবধূত, আচার্য সেবাব্রতানন্দ অবধূত, আচার্য সুদত্তানন্দ অবধূত প্রমুখ৷