আনন্দনগরে আনন্দপূর্ণিমা উৎসব

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ২৯শে এপ্রিল আনন্দনগরে যথারীতি মহাসমারোহে শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী ৯৮-তম জন্মোৎসব পালিত হয়৷ এই উপলক্ষ্যে ২৮শে এপ্রিল সন্ধ্যা  থেকে অখণ্ড কীর্ত্তন শুরু হয় পরদিন সকাল সকাল ৬টা ৭মিনিটে পরমপিতা বাবার জয়ধবনি দিয়ে মিলিত সাধনা, বাণীপাঠ, বাণীর ব্যাখ্যা ও বাবার ওপর আলোচনা হয়৷ বক্তব্য রাখেন আচার্য মুক্তানন্দ অবধূত, আচার্য নারায়রানন্দ অবধূত, আচার্য বিবেকানন্দ অবধূত প্রমুখ৷ এদিন আনন্দমার্গের পক্ষ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রাও বের হয়৷ আনন্দনগরের সমস্ত সন্ন্যাসী দাদারা, উমা নিবাসের সন্ন্যাসিনী দিদিরা ও আনন্দনগরের শিক্ষক, ছাত্র ও আশপাশের গ্রামবাসীরা শোভাযাত্রায় অংশগ্রহণ করেন৷ এরপর সকলের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়৷