আনন্দনগরে চেক ড্যামের শিলান্যাস

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

ডিমডিহা চেকড্যামের ভিত্তিপ্রস্তর স্থাপন

আনন্দনগর (পুরুলিয়া) ঃ পুরুলিয়া জেলার আনন্দনগর এলাকার (জয়পুর ও ঝালদা ব্লকে) গ্রামগুলিতে প্রচণ্ড জলাভাব৷ পাহাড়ী ছোট ছোট জোড়ে (নদী) জল নেই বললেই চলে৷ খুবই শীর্ণ জলধারা৷ এ অবস্থায় পানীয় জল বা সেচের জলের জন্যে চরম সংকটে পড়তে হয় গ্রামবাসীদের৷

এই পরিস্থিতিতে আনন্দনগর এলাকার মধ্যে ডিম ডিহা, ঘাঘরা প্রভৃতি গ্রামের মানুষের  জলের অভাব মেটাতে আনন্দমার্গের মাষ্টার ইয়ূনিট ‘আনন্দনগরে’র রেক্টর মাষ্টার আচার্য নারায়ণানন্দ অবধূতের উদ্যোগে  ডিমডিহা-ঘাঘরা গ্রামের গোয়াই  নদীতে  একটি চেক ড্যাম তৈরীর প্রকল্প হাতে  নেওয়া হয়েছে৷ এরজন্যে ন্যাশন্যাল ইনসিওরেন্স  কোম্পানী ৩৪.৩২ লক্ষ টাকা বরাদ্দ করছেন৷ গত ২৯শে জানুয়ারী এই এলাকার বিধায়ক শক্তিপদ মাহাত এই চেক ড্যামের শিলান্যাস করলেন৷