আনন্দনগরে কৌশিকী দিবস উদ্যাপন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ৬ই সেপ্টেম্বর কৌশিকী দিবস উপলক্ষ্যে ৬দিন ব্যপী আনন্দনগরের বিভিন্ন গ্রামে ছাত্র ছাত্রাদের কৌশিকী নৃত্যের প্রশিক্ষণ দেওয়া হয়৷ আনন্দমার্গ সুকল-কলেজেও ওইদিন কৌশিকী নৃত্যের প্রতিযোগিতা হয় ও কৃতী প্রতিযোগীদের পুরস্কৃত করা হয়৷ গ্রামে গ্রামে মার্গী ভাই বোনেদের মধ্যেও কৌশিকী নৃত্যের প্রতিযোগিতা হয়৷

চিতমু, খটঙ্গা, পুন্দাগ,পটনঝুড়ি, গুড়িডিহি প্রভৃতি গ্রামে এধরণের প্রতিযোগিতায় হয়৷ আনন্দমার্গ শিশুসদনের ছেলে মেয়েরা এই নৃত্যে বিশেষ কৃতিত্বের পরিচয় দেয়৷

সেবা ধর্ম মিশনের পক্ষ থেকে আচার্য গুরুদত্তানন্দ অবধূত সবাইকে উৎসাহিত করে মিশনের সর্বক্ষণের কর্মী দাদা দিদিদের সহযোগিতায় সুস্থ জীবনযাপন এ নৃত্যের প্রয়োজনীয়তা ও গুরুত্ব তুলে ধরেন৷