আনন্দপূর্ণিমা উৎসবে রেনেসাঁ ইয়ূনিবার্র্সল আয়োজিত  আলোচনা সভা

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

আনন্দপূর্ণিমা উৎসব উপলক্ষ্যে আনন্দমার্গের  শাখা সংঘটন  রেণেসাঁ ইয়ূনিবার্র্সলের পক্ষ থেকে আজ এখানে  ‘সমাজের বিভিন্নক্ষেত্রে’’ শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীর  অবদানে’র ওপর  এক আলোচনাসভার  আয়োজন  করা হয়৷ এই আলোাচনা সভায় বক্তব্য রাখেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের  বাংলা বিভাগের প্রাক্তন অধ্যাপক ডঃ অরুণ ঘোষ, ডঃ দেবব্রত নস্কর,  ডঃ দিলীপ  হালদার ও কল্যাণী কৃষি বিদ্যালয়ের  প্রাক্তন উপাচার্য  ডঃ পবিত্র কুমার গুপ্ত৷ সভায় সভাপতিত্ব করেন আনন্দমার্গের প্রবীণ সন্ন্যাসী ও প্রাক্তন সাধারণ সম্পাদক  আচার্য সর্বাত্মানন্দ অবধূত৷ আলোচনা সভার  উদ্বোধনী ভাষণ দেন আচার্য রবীশানন্দ অবধূত৷  তিনি বলেন,  শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজী দিয়েছেন এমনই সর্বানুস্যুত  দর্শন--- যা  সমাজের প্রতি ক্ষেত্রেরই  সমস্ত সমস্যারই  সমাধানের পথ দেখিয়েছে৷

ডঃ অরুণ ঘোষ  তাঁর ভাষণে  বলেন, বর্তমানে মানব সমাজ দিশাভ্রষ্ট, শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীর  আদর্শের  বৈশিষ্ট্য হ’ল, তিনি  মানব সমাজের সর্বক্ষেত্রে সুষ্পষ্ট দিশা দেখিয়ে গেছেন৷

তিনি বৃহত্তর  বাংলাকে  অর্থনৈতিকভাবে  স্বয়ংসম্পূর্ণ করে তোলার  জন্যেও  নোতুন পথনির্দেশনা  দিয়েছেন৷

ডঃ দেবব্রত নস্কর বলেন, আধ্যাত্মিক ক্ষেত্রে  সমস্ত অন্ধবিশ্বাস ও কুসংস্কারকে  দূরে সরিয়ে  শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজী মানুষকে প্রকৃত আধ্যাত্মিক বিকাশের পথ দেখিয়েছেন৷

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের  প্রাক্তন প্রধান  শ্রী দিলীপ হালদার বলেন, বর্তমানে  সামাজিক-অর্থনৈতিক ক্ষেত্রে এক বিরাট শুণ্যতা দেখা দিয়েছে৷ কারণ ধনতন্ত্র ও মার্কসবাদ উভয়ই আজকের  সমাজের  সমস্যা সমাধানে তাদের ব্যর্থতার প্রমাণ দিয়েছে, এক্ষেত্রে শ্রী প্রভাতরঞ্জন সরকার যে  বিকল্প সামাজিক-অর্থনৈতিক দর্শন ---‘প্রাউট’ দিয়েছেন, তাতে  সমাজের সমস্ত সমস্যারই সমাধানের  পথ রয়েছে৷  প্রাউট সমস্ত মানুষেরহ নূ্যনতম চাহিদাপূরণ ও ক্রয়ক্ষমতা বৃদ্ধির গ্যারান্টি দিচ্ছে৷ ডঃ পবিত্রগুপ্ত তাঁর ভাষণে ধর্ম, শিক্ষা, সংসৃকতি৷ ভাষাবিজ্ঞান, ইতিহাস প্রভৃতি বিভিন্ন ক্ষেত্রে শ্রী প্রভাতরঞ্জন সরকারের বিশিষ্ট অবদানের কথা তুলে ধরেন৷ তিনি বলেন, শ্রদ্ধেয় শ্রী প্রভাতরঞ্জন সরকার সাধারণ মানুষের মত থেকেছেন, কিন্তু অসাধারণ কাজ করেছেন৷ তিনি সমাজের  বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সমাধানের যে পথনির্দেশনা দিয়েছেন, তিনি যা দিয়েছেন সবকিছুই নোতুন, প্রতিটিক্ষেত্রেই দিশাহারা মানুষকে যথার্থ দিশা দেখিয়েছেন৷

তিনি বলেছেন, বাঙলার ইতিহাসে অনেকেই লিখেছেন, কিন্তু শ্রী প্রভাতরঞ্জন সরকারের ‘বাংলা ও বাঙালী’ না পড়লে বাঙলা ও বাঙালীর প্রভৃতি ইতিহাস  জানা যাবে না৷ 

সভাপতির ভাষণে  আচার্য সর্বাত্মানন্দ অবধূত বলেন, শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী আজকে  সমাজের  চরম অবক্ষয় তথা দিশাহারা অবস্থা থেকে  উত্তরণের যে পথ দেখিয়েছেন এই বার্র্তকে সমাজের সমস্ত মানুষের  মধ্যে  পৌছে দিতে হবে৷ আজকের দিনে  এটাই  আমাদের  সংকল্প হোক৷