আন্তর্জাতিক যোগ দিবসে মেদিনীপুরে আনন্দমার্গের যোগ প্রশিক্ষণ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

 গত ২১শে জুন আন্তর্জাতিক যোগ দিবসে মেদিনীপুরের তরুণ সংঘ ব্যায়ামাগারে স্থানীয় আনন্দমার্গীদের উদ্যোগে একটি যোগ প্রশিক্ষণের আয়োজন করা হয়৷ এই অনুষ্ঠানে যোগ দর্শন ও যোগ সাধনা সম্পর্কে মনোজ্ঞ আলোচনা করেন আচার্য কাশীশ্বরানন্দ অবধূত৷ আচার্য কাশীশ্বরানন্দ অবধূত তাঁর বক্তব্যে বলেন পরমপুরুষ যোগেশ্বর শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী সর্বমানবের কল্যাণের কথা ভেবে এই যোগবিদ্যাকে চারটি স্তরে বিভাজিত করেছেন---প্রারম্ভিক যোগ, সাধারণ যোগ, সহজ যোগ ও বিশেষ যোগ৷ এই যোগসাধনা অভ্যাস করে বালক-বালিকা,ছাত্র-শিক্ষক, গবেষক-গৃহপিতা-মাতা সবাই বিভিন্ন শারীরিক ও মানসিক ব্যধী থেকে মুক্ত হয়ে সুস্থ ও শান্তিময় জীবন যাপন করতে পারে৷ সবশেষে সবাইকে শ্রীশ্রীআনন্দমূর্ত্তি প্রবর্ত্তিত কৌশিক নৃত্য শেখানো হয়৷

এই যোগ দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আচার্য অমৃতবোধানন্দ অবধূত, আচার্য নিত্যতীর্থানন্দ অবধূত, অবধূতিকা আনন্দ শতদীপা আচার্যা৷ আনন্দমার্গের যোগ সাধনার আলোচনায় উদ্বুদ্ধ হয়ে চারজন যোগ সাধনা শেখেন৷