হায়দ্রাবাদের কোচ গোপিচন্দ পুলেল্লার অ্যাকাডেমিতে অনুশীলন করতে গিয়ে হঠাৎ গোড়ালিতে চোট পান পি.ভি.সিন্ধু৷ সেই নিয়ে সমস্যা তৈরী হল কমনওয়েলথ গেমসের শুরুর আগে৷ চোট পাওয়ার পর তাকে সঙ্গে সঙ্গে এম.আর.আই করার জন্যে নিয়ে যাওয়া হয়, জানা গেছে তিনি গুরুতর চোট পাননি৷
আসন্ন কমনওয়েলথ গেমসে সোনা জেতার ব্যাপারে বড় দাবীদার ছিল সিন্ধু৷ চিন-জাপান না থাকায় এখন মনে করা হচ্ছে সিন্ধুর প্রধান প্রতিদ্বন্দ্বী হতে পারে সাইনা নেহওয়ালই৷ কিন্তু দিন সাতেক আগে হঠাৎ সিন্ধুর চোট লাগায় তাকে নিয়ে শুরু নতুন সমস্যা৷
সিন্ধু বাবা পি.ভি.রামানা জানিয়েছেন, অ্যাকাডেমিতে প্র্যাকটিশ করতে করতে হঠাৎ চোট পায় তার মেয়ে সিন্ধু, একশো ভাগ নিশ্চিত থাকার কারণে তাকে এম.আর.আই করানো হয়৷ চোট খুব গুরুতর নয়, তাই আশঙ্কার কোন কারণ নেই৷ সিন্ধুকে একদিনের সম্পূর্ণ বিশ্রাম নিতে বলা হয়েছে৷ একদিন বিশ্রাম নিয়ে তিনি আবার অনুশীলন করতে পারবেন বলে জানা গেছে৷ কমনওয়েলথে কোর্টে নামার জন্যে তাঁর হাতে সময় আছে৷ এখন দেখার এই কমনওয়েলথ গেমসে সিন্ধু সোনা জিততে পারেন কি না৷ চীন, জাপানের প্রতিদ্বন্দ্বী না থাকায় তাঁর কঠিন প্রতিদ্বন্দ্বী বলতে সাইনাই৷ উল্লেখ্য গত কমনওয়েলথে তাঁকে ব্রোঞ্জ পেয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল৷