সংবাদদাতা
অম্বর চট্টোপাধ্যায়
সময়
ডেঙ্গু,থ্যালাসেমিয়া ম্যালেরিয়া প্রভৃতি মারণ রোগের বিষয়ে জনসচেতনতা বাড়াতে সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশনের এক অভিনব প্রচার চলে গত ৩রা সেপ্টেম্বরে৷
শ্যামবাজার পাঁচ মাথার সংযোগস্থলে এর প্রচার অভিযান শুরু --- চলে কাঁকুড়গাছি, লেকটাউন বাগবাজার , কুমোরটুলিসহ অনেকস্থলে ৷
৩রা সেপ্টেম্বর ছিল জন্মাষ্টমীর পরের দিন৷ দেশজুড়ে নন্দোৎসব পালিত হয়৷ অন্য আঙ্গিকে এক নাটক ‘নন্দোৎসব’-এর মাধ্যমে ডেঙ্গু, ম্যালেরিয়া, থ্যালাসেমিয়া প্রতিরোধ কতটা সহযোগী তা প্রচার করা হয়৷
‘‘নন্দোৎসব’’ নাটকের গ্রন্থনা, পরিচালনা ও প্রযোজনা করেছেন সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশনের সম্পাদক সঞ্জীব আচার্য্য মহাশয়৷ ভিনয়ে যুক্ত ছিলেন সংঘটনের সদস্যবৃন্দ৷