লেখক
আচার্য নিত্যসত্যানন্দ অবধূত
রাতের আঁধার ফিরে আসবে সকাল,
ভোরের সূর্য উঠবেই
এই শীতের হিমেল হাওয়া তুচ্ছ করে’
নতুন কলি ফুটবেই৷
আবার সূর্য উঠবেই৷৷
অযুত বিহঙ্গের কলকাকলী
আবার ধবনিবে দিকে দিকে
রঙ বেরঙের শত পুষ্প ঘিরে
আবার অলি জুটবেই৷৷
জড়তার বন্ধন যাবে যে খুলে
মুক্ত হবে যত প্রাণ,
ধবনিবে আবার দিক্-দিগন্তরে
মানবাত্মার জয়গান৷৷
সকল হৃদয় মাঝে আবার হবে
সুন্দরের আরাধন
নোতুন যুগের নব আশা নিয়ে
পীড়িত মানব হাসবেই৷
ভারের সূর্য উঠবেই৷৷
- Log in to post comments