সংবাদদাতা
পি.এন.এ.
সময়
আরব সাগরে দক্ষিণ মেরুর বিশাল হিমশৈলের একাংশকে টেনে আনবার ব্যবস্থা করা হচ্ছে ৷ আর এটা করছে সংযুক্ত আরব আমিরশাহির পক্ষ থেকে সেদেশের ‘দ্য ন্যাশান্যাল এ্যাডভাইসর ব্যুরো’৷ বলা হচ্ছে ২০২০ সালের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হবে৷ এই প্রকল্প রূপায়নের জন্যে লাগবে ৮-১০ কোটি মার্কিন ডলার৷ এটা করা হলে এদেশে পানীয় জলসংকট থাকবে না৷ উল্টে এদেশ হয়ে উঠবে বিশ্বের পরিশোধিত জল সরবরাহকারী দেশদের মধ্যে প্রধান৷