অসম ভবনে আমরা বাঙালীর বিক্ষোভ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ১৫ই মার্চ কলকাতার আমরা বাঙালী-র কর্মী ও সমর্থকবৃন্দ এক বিক্ষোভ মিছিল সহযোগে অসম ভবনের আধিকারিকের কাছে অসমের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে এক স্মারকলিপি পেশ করেন৷ ওই স্মারকলিপিতে বলা হয়, অসম প্রশাসনের অনুমতি সাপেক্ষে গত ৬ই মার্চ অসমের ধেমাজি জেলার শিলাপথরে অনুষ্ঠিত নিখিল ভারত বাঙালী উদ্বাস্তু সমন্বয় সমিতির গণতান্ত্রিক আন্দোলনের ওপর অসমের বাঙালী বিদ্বেষী ছাত্র সংঘটন আসুর কর্মীরা হামলা চালায়, বাঙালীদের ঘরবাড়ীতে আগুন ধরিয়ে দেয় ও বাঙালী ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোতে লুটপাট চালায়৷ এর বিরুদ্ধে আমরা বাঙালীর পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয় ও অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে এই ঘটনার তদন্ত ও দোষীদের শাস্তি দাবী করা হয়৷ সেই সঙ্গে নিরপরাধ বাঙালী নেতাদের নিঃশর্ত মুক্তিরও দাবী করা হয় এই স্মারকলিপি প্রদানকালে৷ উপস্থিত ছিলেন আমরা বাঙালী-র কেন্দ্রীয় সচিব বকুল চন্দ্র রায়, সহ সচিব তারাপদ বিশ্বাস, কলকাতা জেলা সচিব সুনীল চক্রবর্তী, উত্তর ২৪ পরগণা জেলা সচিব দীপঙ্কর মণ্ডল, বাঙালী মহিলা সমাজের সচিব সাগরিকা পাল প্রমুখ৷ এছাড়াও আমরা বাঙালী-র আরও অনেক নেতা, কর্মী ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন৷ আমরা বাঙালী সচিব বলেন, অসমে পুরুষানুক্রমে যাঁরা বাঙালী বাসিন্দা তাঁদের ওপর যেমন অত্যাচার চলছে, তেমনি দেশভাগের যাঁরা বলি ও আইন অনুযায়ী যাঁরা নাগরিকত্বের অধিকারী তাঁদের ওপরও নানান ভাবে নির্যাতন চলছে৷ আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি৷