অসমে ১ কোটি ৩৯ লক্ষ বাঙালীকে বিদেশী আখ্যা দিয়ে  বিতাড়নের চক্রান্তের প্রতিবাদে ‘আমরা বাঙালী’র উদ্যোগে ত্রিপুরায় বিরাট জনসভা

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

আগরতলা,১১ই জানুয়ারী ঃ অসমে  ১ কোটি ৩৯ লক্ষ বাঙালীর নাম নাগরিকপঞ্জী (NRC) থেকে বাদ দেওয়ার প্রতিবাদে ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা  শহরের সিটি সেন্টারের সন্নিকটে  ‘আমরা বাঙালী’র পক্ষ থেকে  এক বিরাট জনসভার আয়োজন করা হয়৷ উক্ত জন সভায়  সভাপতির  আসন অলঙ্কৃত করেন এ্যাডভোকেট শ্রী রাখাল রাজ  দত্ত মহাশয়৷ ‘সভার শুরুতে  গোবিন্দ সরকারের নেতৃত্বে স্পান্দনিকের  শিল্পীরা  ‘বাংলা আমার দেশ’ গানটি পরিবেশন করেন৷ উক্ত সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ‘আমরা বাঙালী’র  রাজ্য সচিব  হরিগোপাল দেবনাথ মহাশয়৷ তিনি তাঁর বক্তব্যে বলেন---অসমের ভূমিপুত্র বাঙালীদের উৎখাত করার জন্যেNRC বা জাতীয় নাগরিকপঞ্জীতে ১ কোটি ৩৯ লক্ষ বাঙালীর নাম তালিকাভুক্ত করা হয়নি৷ অসম সরকার ও কেন্দ্রীয় সরকারের চক্রান্তে লক্ষ লক্ষ বাঙালীকে ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়ে অত্যাচার, নির্যাতন করা ও পরবর্তী ধাপে বিতাড়নের পথ প্রশস্ত করার চেষ্টা হচ্ছে৷ সব বাঙালীকে এক যোগে এই অপচেষ্টা রুখতে হবে৷

এরপর একে একে বক্তব্য রাখেন গৌরাঙ্গরুদ্র পাল, গোবিন্দ মজুমদার, অসম থেকে  আগত ‘আমরা বাঙালী’র স্থানীয় নেতা আবুল কালাম বাহার, ছাত্র নেতা বিদ্যুৎ দাস, যুবনেতা কল্যাণ পাল ও  প্রবীর দেবনাথ প্রমুখ৷ তারা প্রত্যেকেই বাঙালীর বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার ও  উগ্রপন্থী গোষ্ঠীর ষড়যন্ত্র ও সম্পূর্ণ  অগণতান্ত্রিক ও অসাংবিধানিক কাজের তীব্র প্রতিবাদ করেন ৷ তাঁরা বাঙালী জাতিসত্তার বিরুদ্ধে এই ষড়যন্ত্রের প্রতিবাদ ও দেশজুড়ে বাঙালী ঐক্যের আহ্বান জানান৷