নিজস্ব সংবাদদাতা, শিলচর ঃ গত ২২শে ফেব্রুয়ারী অসমের করিমগঞ্জ বাজারে আমরা বাঙালীর পক্ষ থেকে একটি পথসভার আয়োজন করা হয়৷ পথসভায় বক্তব্য রাখেন শ্রীসুদীপ রায়, গোপাল কৃষ্ণ দেব, সাংঘটনিক সচিব কেশব মজুমদার, অসম রাজ্য সচিব শ্রী সাধন পুরকায়স্থ প্রমুখ৷ উক্ত পথসভায় সভাপতিত্ব করেন শ্রী সুশীল রায় ও সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজশ্রী রায়৷ বক্তারা অসমের বাঙালীদের ওপর নির্মম নির্যাতনের তীব্র প্রতিবাদ করে বলেন---বাঙালীদের ওপর নির্যাতনের প্রতিবাদে দীর্ঘদিন ধরে আমরা বাঙালী দলের পক্ষ থেকে আন্দোলন চলছে৷ অসমের সাম্প্রতিক নোতুন করে বাঙালী বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে এখানকার আমরা বাঙালী দল গর্জে উঠেছে ও আন্দোলনে সামিল হয়েছে৷ আমরা বাঙালীর পক্ষ থেকে এক আবেদনপত্রে সমস্ত বাঙালীদের উদ্দেশ্যে ঐক্যবদ্ধভাবে এই আন্দোলনে সামিল হতে আহ্বান জানিয়ে বলা হয়েছে, যে বাঙালী ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে সবচেয়ে বেশী রক্ত দিল, ক্ষুদিরাম, বাঘা যতীন, সূর্য সেন, নেতাজী সুভাষ প্রমুখের আত্মত্যাগে যে দেশ স্বাধীন হল, সেই দেশে আজ বাঙালী বিদেশী৷ বাঙালীর স্থান নেই৷ আজ আর ঘুমিয়ে না থেকে বাঙালী হিসেবে ক্ষাত্রশক্তিকে জাগরিত করে বাঙালী ঐক্য গড়ে তোলার আহ্বান রাখছে আমরা বাঙালী দল৷ বুঝিয়ে দিতে হবে বাঙালী বিরোধী ষড়যন্ত্রকারীদের, যে---বাঙালী জাতি মরে যায়নি, যাদের অতীত ইতিহাস বীরত্বের, কাপুরুষের নয়, সে জাতি আবারজেগে উঠেছে৷ আমরা বাঙালীর পক্ষ থেকে বিভিন্ন স্থানে দেওয়াল লিখন করা হয়৷ ‘ভারতে বসবাস-কারী বাঙালীদের সমস্ত সমস্যার স্থায়ী সমাধান ও উত্তর-পূর্ব সহ পূর্ব ভারতের সমস্ত বাঙালী এলাকা নিয়ে বাঙালীস্তান গড়তে হবে”৷
--আমরা বাঙালী
সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়