অসমে বাঙালীদের নাগরিকত্ব হরণের বিরুদ্ধে ‘আমরা বাঙালী’ সহ ভারতের প্রায় সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে দিল্লীর প্রেসক্লাব অব ইণ্ডিয়ায় বিরাট আলোচনা সভা

সংবাদদাতা
নিজস্ব প্রতিনিধি
সময়

দিল্লির প্রেস ক্লাব অব ইন্ডিয়ায় ‘আমরা বাঙালী’, জাতীয় কংগ্রেস, বিজেপি ও Delhi meetingসিপিএম-এর প্রতিনিধি সহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের নিয়ে এক বিরাট আলোচনাসভার আয়োজন করা হয়৷ এই আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে অসমে বাঙালীদের নাগরিকত্বহরণ ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয়৷

অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ছিলেন হিউম্যান রাইট প্রোটেকশন এ্যাণ্ড এ্যাওয়ারনেস-এর সভাপতি রাজু ঘোষ৷ এ ব্যাপারে আমরা বাঙালীর কেন্দ্রীয় সচিব বকুলচন্দ্র রায় তাঁকে সবরকমভাবে সহযোগিতা করেন৷ এছাড়াও সহযোগিতা করেন দিল্লির প্রেস ক্লাবের প্রেসিডেন্ট মানস ব্যানার্জী৷

এই আলোচনা সভায় আমরা বাঙালীর পক্ষ থেকে সচিব বকুল চন্দ্র রায় ছাড়াও ছিলেন সহ সচিব তারাপদ বিশ্বাস, রাজ্য সাংস্কৃতিক সচিব শুভেন্দু ঘোষ, অন্যতম সদস্য মনোতোষ মণ্ডল প্রমুখ৷ এই সভায় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এমপি প্রদীপ ভট্টাচার্য, সিপিএম-এর এমপি মহঃ সেলিম , বিজেপির এম.পি জর্জ বেকার, কশ্মীরের প্যান্থার পার্টির প্রতিনিধি প্রাক্তন এম.পি এ্যাডভোকেট ভিম সিং,

অসমের এম.পি (করিমগঞ্জ) রাধেশ্যাম বিশ্বাস, সি.আর.পি.সি-র সাধারণ সম্পাদক বিধায়ক দাশ পুরকায়স্থ, অসম বিশ্ববিদ্যালয়ের ইংরেজির অধ্যাপক প্রসেনজিৎ বিশ্বাস, কলকাতা হাইকোর্টের সিনিয়র এ্যাডভোকেট কল্লোল বসু , বিশিষ্ট আইনজ্ঞ দেবাশিষ সাহা. সুপ্রিম কোর্টের আইনজীবী শুভাশিষ ভৌমিক, হাইকোর্টের প্রাক্তন বিচারপতি সমরেশ ব্যানার্জী, বিশিষ্ট এ্যাডভোকেট অম্বিকা রায়, ‘বাংলা পক্ষ’- এর সুমনা দাশগুপ্ত প্রমুখ৷ অসমের ১৪টি সংস্থার প্রতিনিধি এই আলোচনা সভায় যোগ দিয়েছিলেন৷ মণিপুর রাজ্যের ‘আমরা বাঙালী’ সমর্থিত জয়ী এম.এল.এ শেখ আসাবুদ্দিনও এই আলোচনা সভায় অংশগ্রহণ করেন৷

এই আলোচনা সভায় বিশেষ করে ‘আমরা বাঙালী’র সহসচিব তারাপদ বিশ্বাস ও অধ্যাপক প্রসেনজিৎ বিশ্বাস অসমে বাঙালীরা এখানকার সম্পূর্ণ বৈধ নাগরিক হওয়া সত্ত্বেও কীভাবে স্বাধীনতার পর থেকে নির্যাতীত হচ্ছে তার ইতিহাস তুলে ধরেন আলোচনা সভার প্রতিটি বক্তাই অসমে ১ কোটি ৩৯ লক্ষ বাঙালীর নাম নাগরিকপঞ্জী থেকে বাদ দেওয়ার তীব্র প্রতিবাদ জানান৷ তাঁরা একবাক্যে স্বীকার করে কোনো সভ্য দেশে এরূপ অমানবিকভাবে ডিটেনশন ক্যাম্পে পাঠানোর নজির নেই৷ তারা সবাই এই অমানবিক ব্যবস্থার তীব্র প্রতিবাদ করেন৷ ‘আমরা বাঙালী’ নেতা শুভেন্দু ঘোষ লোকসভার ৫০জন বাঙালী এম.পিকে দলমত নির্বিশেষে অসমের এই অন্যায় অমানবিক বাঙালী নির্র্যতনের বিরুদ্ধে একযোগে প্রতিবাদ মূখর হতে আহ্বান জানান৷ অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন বাঙালী উদ্বাস্তু সমিতির সভাপতি সুকৃতি বিশ্বাস ও রত্না রাজবংশী৷ এই অনুষ্ঠানের ব্যবস্থাপনায় দিল্লীবাসী আমরা বাঙালীর একনিষ্ঠ সমর্থক শ্রী গৌতম দেশমুখ বিশেষভাবে সহযোগিতা করেন৷