বনগাঁ, বাগদা ব্লক ঃ বনগাঁর বাগদা ব্লকের ট্যাংরা কলোনি বাজারে গত ২১ অগাষ্ট ‘আমরা বাঙালী’র পক্ষ থেকে বিকাল ৪টা থেকে ৮ টা পর্যন্ত একটি প্রকাশ্য সভার আয়োজন করা হয়৷ অসম থেকে বাঙালী বিতাড়নের প্রতিবাদে জোরালো বক্তব্য রাখেন, ‘আমরা বাঙালী’র উত্তর ২৪ পরগণার জেলা-সচিব দীপঙ্কর মণ্ডল, অরুপ মজুমদার, বাপী পাল, বিশ্বেশ্বর মন্ডল, অসীম বিশ্বাস ও কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রী জয়ন্ত দাস প্রমুখ৷
রামচন্দ্রপুর ঃ গত ২২শে অগাষ্ট বিকেল ৫ টা থেকে ৮ টা পর্যন্ত উত্তর ২৪ পরগণা জেলার রামচন্দ্রপুরে অসম সহ বিভিন্ন রাজ্য থেকে বাঙালী বিতাড়নের প্রতিবাদে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয় ‘আমরা বাঙালী’র পক্ষ থেকে৷ এই প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য জয়ন্ত দাস, বিকাশ বিশ্বাস, অরুপ মজুমদার, বিশ্বেশ্বর মন্ডল, অসীম বিশ্বাস, নমিতা দেবী ও বাপী পাল৷ তাঁরা বলেন অবিলম্বে কেন্দ্রীয় সরকারকে এন.আর.সি বাতিল করে বাঙালীদের নিরাপত্তা দিতে হবে৷
গোপালনগর ঃ গত ২৩ শে অগাষ্ট অনুরূপভাবে গোপালনগরেও একটি প্রতিবাদ সভা আয়োজন করা হয়৷ এই সভাতে বক্তব্য রাখেন ‘আমরা বাঙালী’র সদস্যবৃন্দ৷ তাঁরা বলেন দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় সরকারের খেয়াল খুশীর শিকার হতে হচ্ছে বাঙালী জনগোষ্ঠীকে৷ বর্তমানে অন্যায়ভাবে এন.আর.সি প্রয়োগ করে অসম সহ উত্তরপূর্ব ভারত থেকে বাঙালী বিতাড়ন চলছে৷ এর ওপর জোরালো বক্তব্য রাখেন ও প্রতিবাদ জানান সংঘটনের সদস্য--- বাপী পাল, বিকাশ বিশ্বাস, অরুপ মজুমদার, শ্যামল বিশ্বাস, জয়ন্ত দাস প্রমুখ৷