লামডিং থেকে আমাদের সংবাদাদাতা জাানাচ্ছেন, অসমের লামডিং, হোজাই, আমবাগান, হাফলং প্রভৃতি স্থানে রেণেঁসা আর্টিষ্টিস্ এ্যান্ড রাইটার্স এ্যসোসিয়েশন (রাওয়া)-র স্থানীয় শাখার পক্ষ প্রভাত সঙ্গীতের প্রাথমিক পর্র্যয়ের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল৷ এই প্রতিযোগিতার ব্যবস্থা করার ব্যাপারে মুখ্যভূমিকা নেন লামডিং ডায়োসিসের আনন্দমার্গের ডি.এস. আচার্য ব্রজনাথানন্দ অবধূত৷
লামডিং ঃ গত ৬ই আগষ্ট লামডিং-এর রেলওয়ে ইনষ্টিটিউট-এ-সকাল থেকেই প্রভাত সঙ্গীত প্রতিযোগিতা শুরু হয়৷ এখানে সঙ্গীতে ও নৃত্যে ৭৫ জন ও অঙ্কণে ১০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন৷
এখানে এই প্রতিযোগিতায় বিচারক ছিলেন সঙ্গীতা দেবী, অসীম শর্র্ম৷ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক ও স্থানীয় বিশিষ্ট সমাজসেবী৷ তাঁরাই প্রথম ও দ্বিতীয় স্থানীধিকারীদের হাতে পুরস্কার তুলে দেন৷
হোজাইঃ গত ২০শে আগষ্ট হোজাইতে প্রভাতসঙ্গীত প্রতিযোগিতা হয়৷ এখানে প্রভাত সঙ্গীত, নৃত্য ও অঙ্কনে ৭৫ জন প্রতিযোগী ছিলেন৷ এখানে বিচারক ছিলেন শ্রীবাবুল দেব ও শ্রী পার্থপ্রতিম দাশ মহাশয়৷
আমবাগান ঃ গত ২৩ শে আগষ্ট আমবাগান আনন্দমার্গ আশ্রমে প্রভাত সঙ্গীত-এর প্রাথমিক পর্র্যয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৷ এখানে প্রতিযোগিতায় যোগদান করেছেন--- নৃত্য, গীত,ও অঙ্কন --- এই তিন বিভাগে মোট ২৫০ জন৷ এই প্রতিযোগিতা দেখতে বহুমানুষের জমায়েত হয়৷ এখানে বিচারক হিসাবে উপস্থিত ছিলেন শ্রী বাবুল দেব, শুভস্মিতা সরকার (গীত) ও রাজেশ চক্রবর্তী (অঙ্কন)৷
কৃতী প্রতিযোগীদের যথারীতি পুরস্কার প্রদান করা হয়৷ এই পুরস্কার বিতরণী সভায় উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শ্রী নিধির চন্দ্র দাশ, অধ্যাপক বাদল চক্রবর্তী,স্থানীয় হায়ার সেকেন্ডারী সুকলের প্রধান শিক্ষক শ্রী নারায়ণ বর্মন ও বিশিষ্ট সমাজসেবী শ্রী রামকৃষ্ণ বণিক৷ তাঁরা ১ম ও ২য় স্থানাধিকারীদের হাতে পুরস্কার তুলে দেন৷
হাফলং ঃ গত ২৯শে আগষ্ট হাফলং-এ প্রভাত সঙ্গীতের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৷ এতে নৃত্য, গীত, অঙ্কন মিলে ১৭৫ জন প্রতিযোগী যোগদান করেন৷ এখানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন অবধূতিকা আনন্দ অরুন্ধতী আচার্যা৷
পুরস্কার বিতরণী সভায় বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসার এস.কে.বর্মন৷