সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
গত ১০ ফেব্রুয়ারী রাত ১০টা নাগাদ লামডিং সংরক্ষিত অভয়ারণ্যে গুয়াহাটি শিলচর ফার্স্ট প্যাসেঞ্জারের ধাক্কায় চারটি হাতির মৃত্যু হয়েছে৷ রাতে হাতির দল এই রাস্তায় রেললাই পাড় হচ্ছিল৷ স্থানীয় মানুষদের কাছ থেকে বন দফতরের ওপরে রেল দফতরকে জানানো হয়েছিল৷ তা সত্ত্বেও ট্রেন চালক হাতিদের ওপর দিয়ে ট্রেন চালাতে চেষ্টা করে৷ হাতির পালকে ধাক্কা মারার পর ইঞ্জিন ছিটকে যায়৷ ক্রুদ্ধ গ্রামবাসীরা ট্রেন চালককেও খুব মারধোর করে৷ রেল চালকদের এই দায়িত্বজ্ঞানহীনতায় স্থানীয় মানুষেরা অত্যন্ত ক্ষুব্ধ৷
ইতোপূর্বে ২০১৬ সালে হোজাইয়ে ট্রেনের ধাক্কায় তিনটি হাতির মৃত্যু হয়েছিল৷ ২০১৭তেও সোনিতপুরে এইভাবে পাঁচটি হাতির মৃত্যু হয়েছে৷