আত্মপরিচয়

লেখক
অরুণিমা

পরমপুরুষ আমার পিতা

পরমাপ্রকৃতি মাতা

বিশ্বব্রহ্মাণ্ডে বসবাসকারী

সকলে ভগিনি ও ভ্রাতা৷

ত্রিভূবন আমার স্বদেশভূমি

ধরিত্রী আমার বাসগৃহ

সৃষ্ট জগতের সবাই আপন

পর নহে মোর কিছু ও কেহ৷

বসুমতীর কোল শয্যা আমার

আকাশ আমার ঘরের ছাদ

প্রকৃতির কোলে ঘুমিয়ে উঠি

স্নেহ সুধা পাই দিবারাত৷

মেঘ সাগরের কাছ থেকে পাই

স্নান ও পানের জল,

নিত্য ভোজের জন্যে পাই

গাছগাছালির ফল৷

বসুধা ও তটিনি শিক্ষিকা মোর

পবন ও পৃথিবী শিক্ষক

অতন্দ্র প্রহরী পাহাড় ও পর্বত

এরাই যে মোর রক্ষক৷

এই পরিচয় রইল আমার

এই মোর ঠিকানা

সবারে জানাই নমস্কার

করি শুভকামনা৷