লেখক
শিবরাম চক্রবর্তী
আয় বর্ষা আয় না গরম যে আর সয় না
কেন ধরিস বায়না?
সময় মত এলে সবই কাজ ফেলে
গড়ে দেব গয়না৷
নুপূর পরে পায় বৃষ্টি মেখে গায়
ঘুরবি পাড়াময়
দেখবি খোকাখুকি মেরে উঁকিঝুঁকি
গাইছে তোর জয়৷
ঘরে হয়ে বন্দি করে অভিসন্ধি
যে এড়িয়ে চলবে৷
জানালা খুলে যেই দেখবে তোমাকেই
বর্ষারাণী বলবে৷
গরম হবে নরম মেনে বর্ষার ধরণ
তবু সে বাঁচতে চায়
ধুকুর ধুকুর বুকে রান্না ঘরে ঢুকে
সাঁটে রাঁধুনির গায়৷
- Log in to post comments