সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
হাওড়া ঃ গত ২৯শে জুলাই চালধাউরিয়া আনন্দমার্গ স্কুলে আনন্দমার্গের এক সেমিনার অনুষ্ঠিত হয়৷ এটি ছিল বাগনান ব্লকের ব্লকস্তরীয় সেমিনার৷ বাগনান ব্লকের বিভিন্ন পঞ্চায়েত থেকে আনন্দমার্গীরা এই সেমিনারে যোগদান করেছিলেন৷ এই সেমিনারের আনন্দমার্গের সর্বানুস্যুত দর্শনের ওপর বক্তব্য রাখেন আচার্য কৃষ্ণ স্বরূপানন্দ অবধূত৷ তিনি বলেন, আনন্দমার্গে সর্বানুস্যুত দর্শনের আলোকে সমাজের সর্বপ্রকার সমস্যারই সুষ্ঠু সমাধান করা যায়৷ আচার্য কৃষ্ণস্বরূপানন্দ অবধূত ছাড়াও এই সেমিনারে আনন্দমার্গের ওপর আলোচনা করেন অবধূতিকা আনন্দ অন্বেষা আচার্যা
এদিন বিকেলে আনন্দমার্গীদের এক কীর্ত্তন শোভাযাত্রা বেরিয়ে বাজার ও সারা গ্রাম পরিক্রমা করে৷ সেমিনারটির ব্যবস্থাপনায় ছিলেন ভুক্তিপ্রধান শ্রী সুব্রত সাহা ও অবধূতিকা আনন্দরূপলীলা আচার্যা৷