বাংলাদেশে আনন্দমার্গীয় বিধিতে বৈপ্লবিক বিবাহ অনুষ্ঠান

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ২৪শে জানুয়ারী, ২০১৮ বাংলাদেশে এই প্রথম আনন্দমার্গীয় বিধিতে পণপ্রথা রহিত ও বিভিন্ন প্রকার কুসংস্কার  রহিত এক বৈপ্লবিক বিবাহনুষ্ঠান হয়৷ এই বিবাহে পাত্রী ছিলেন ঠাকুরগাঁও জেলার দৌলতপুরের শ্রী বিনন্দ রায়ের কন্যা কল্যাণীয়া মৌসুমী রায় ও পাত্র দিনাজপুর জেলার বীরগঞ্জের  বিশিষ্ট আনন্দমার্গী শ্রী সুরেন চন্দ্র রায়ের পুত্র-শ্রী বরুণ চন্দ্র রায়৷

এই বিবাহে পাত্রপক্ষে  পৌরোহিত্য করেন আচার্য জপানন্দ অবধূত ও পাত্রীপক্ষে পৌরোহিত্য করেন অবধূতিকা আনন্দ নিত্যনবীনা আচার্যা৷ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আচার্য মন্ত্রশুদ্ধানন্দ অবধূত৷ অবধূতিকা আনন্দ মধুকল্পা আচার্র্য, অবধূতিকা আনন্দ শুভধ্যানা আচার্যা৷ এছাড়াও উপস্থিত ছিলেন দূর দূরান্ত থেকে আগত আনন্দমার্গী দাদা-দিদি সহ-স্থানীয় ব্যষ্টিবর্গ৷