বাংলাদেশের আনন্দমার্গের মনোজ্ঞ সাংসৃকতিক অনুষ্ঠান

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

Bangla desh

 

 

বগুড়া (বাংলাদেশ)ঃ বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বগুড়ায় ১৬ই থেকে ১৮ই ডিসেম্বর --- এই তিন দিনের  ‘বিজয়  মেলা’-র প্রথম দিনেই আনন্দমার্গ সুকলকে  এখানে সাংসৃকতিক অনুষ্ঠান করার অনুমতি  দেয়৷  সেই অনুসারে  বগুড়া আনন্দমার্গ সুকলের  ছোট ছোট ছেলেমেয়েরা  পরম শ্রদ্ধেয়

শ্রী প্রভাত রঞ্জন সরকার রচিত  ও সুরারোপিত  ও  প্রভাত সঙ্গীত ‘মধুর চেয়েও  আরও  মধুর  আমার  বাংলা ভাষা ও আরও  কিছু  প্রভাত সঙ্গীত, ও  দেশাত্মবোধক  সঙ্গীত ও প্রভাত সঙ্গীত অবলম্বনে নৃত্য প্রদর্শন  করে৷

দর্শক মন্ডলী ও উদ্যোক্তা সবাই এই অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করেন৷ বিশেষ করে আনন্দমার্গ সুকল বাংলাদেশে শ্রী প্রভাত রঞ্জন সরকারের রচিত ও পরিবেশিত  নৃত্যনাট্য ‘নীল সায়রের স্বর্ণকমল’ সকলের এত ভাল লাগে  যে  মেলা কমিটি আনন্দমার্গ সুকলের কর্তৃপক্ষকে ১৮ তারিখে  আবার নাটকটি পরিবেশনের জন্যে অনুরোধ  জানান৷  তাদের অনুরোধ রেখে ১৮ তারিখে  আবার ওই নাটকটি মঞ্চস্থ করা হয়৷ সবাই অনুষ্ঠানটির উচ্ছ্বসিত প্রশংসা করেন৷ আনন্দমার্গের এই সাংসৃকতিক অননুষ্ঠানটি পরিচালনা করেন অবধূতিকা আনন্দ নিত্যনবীনা আচার্যা৷