বাঙালী বিদ্বৎ সমাজের উদ্যোগে অসম, মণিপুর, ঝাড়খণ্ড সহ বিভিন্ন রাজ্যে বাঙালী নির্যাতনের প্রতিবাদে কলকাতায় আলোচনাসভা

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ১৯শে নভেম্বর,রবিবার, কলকাতার মৌলালী যুবকেন্দ্রের কনফারেন্স হলে বাঙালী বিদ্বৎ সমাজের পক্ষ থেকে বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি,  বাঙালীর জাতিসত্তা রক্ষার্থে ও অসম সহ বিভিন্ন রাজ্যে বাঙালীদের নাগরিকত্ব নিয়ে বৈষম্যমূলক আচরণের পরিপ্রেক্ষিতে এক আলোচনা সভার আয়োজন করা হয়৷

এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন শিলচর থেকে আগত অসমের ‘আমরা বাঙালী’ কেন্দ্রীয় কমিটি  সদস্য সাধন পুরকায়স্থ৷ অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন অসমের  মানবাধিকার সংঘটনের নেতা বিধায়ক দাস পুরকায়স্থ, মণিপুর থেকে আগত  এখানকার ছাত্রনেতা মাহমৃদুল হাসান, ঝাড়খন্ডের বাঙালী সমাজের অন্যতম নেতা ভেঙ্গু ঠাকুর, ‘আমরা বাঙালী’র কেন্দ্রীয় সহসচিব তারাপদ বিশ্বাস, বাঙালী উদ্বাস্তু সমন্বয় সমিতির  রাজ্য সম্পাদক সন্দীপ বিশ্বাস, উদ্বাস্তু আন্দোলনের যুবনেতা গোবিন্দ দাস, হরিচাঁদ গুরুচাঁদ ভক্ত  মতুয়া মহা সংঘের সহ-সম্পাদক মহীতোষ বৈদ্য, ড: গোবিন্দ সরকার, ড: ভাস্কর পুরকায়স্থ প্রমুখ বিশিষ্ট নেতৃবৃন্দ৷

সভায় বিভিন্ন বক্তারা অসম, মণিপুর, ঝাড়খণ্ড সহ বিভিন্ন রাজ্যে বাঙালীদের ওপর নির্র্যতনের  ও  বঞ্চনার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন৷ তাঁরা সবাই  এই অন্যায়, অত্যাচার  প্রতিরোধ করতে সর্বস্তরে বাঙালীদের ঐক্যবদ্ধ হওয়ার  প্রয়োজনীয়তার ওপর বিশেষ গুরুত্ব দেন৷  আলোচনা শেষে ভারতের সর্বত্র নির্র্যতীত বঞ্চিত বাঙালীরা যাতে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে পারে তার জন্যে একটি যৌথ কমিটিও তৈরী করা হয়৷

এদিনের অনুষ্ঠানের প্রথম পর্বের সঞ্চালক ছিলেন শ্রী শুভেন্দু ঘোষ৷ দ্বিতীয় শ্রী রক্তিম দাস (সাংবাদিক) সঞ্চালকের ভূমিকা পালন করেন৷ বাঙালী বিদ্বৎ সমাজের সম্পাদক শ্রী রবীন্দ্রনাথ সেনের উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷

            (বিস্তারিত সংবাদ আগামী সংখ্যায়)