বাঙালী হঠানোর ষড়যন্ত্রের প্রতিবাদে আন্দামানে বাঙালীদের মহামিছিল

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

পোর্টব্লেয়ার ঃ গত ৭ই সেপ্ঢেম্বর আন্দামানে ‘বাঙালী হঠাও’ আন্দোলনের প্রতিবাদে এখানকার বাঙালীরা ‘বাংলা জয়েন্ট এ্যাকশন ফোরাম’ এই ব্যানারে ঐক্যবদ্ধভাবে এক মহামিছিলে সামিল হয়৷ প্রবল বৃষ্টি উপেক্ষা করে --- প্রায় ১০ হাজার বাঙালী পোর্টব্লেয়ারে মিছিল করে --- তেরঙ্গা পার্কে-গণসমাবেশ করে৷ বক্তারা বাঙালীদের বিরুদ্ধে কায়েমী স্বার্থবাদীদের সমস্ত ষড়যন্ত্র ব্যর্থ করার আহ্বান জানান৷ তাঁরা বলেন, বাঙালী বিরোধী শেখর সিং কমিশনের ইনার লাইন পারমিটের প্রস্তাব তাঁরা মানবেন না৷ ‘আমরা বাঙালী’ নেতা বিমল রাজবংশী তাঁর বক্তব্যে বলেন, এখানে বাঙালীদের নানান্ভাবে হেনস্থা করা হচ্ছে৷ তিনি আরও বলেন, আন্দামানে জনসংখ্যার প্রায় ৭০ শতাংশ বাঙালী৷ এখানে পূর্ববাংলা থেকে শরণার্থী হয়ে যাঁরা এসেছে, তাঁরা এসেছে ভারত সরকারেরই নির্দেশে৷ তাঁদের সরকারীভাবেই পুনর্বাসন দেওয়া হয়েছে৷ এরপর তাদের বিরুদ্ধে ‘বিদেশী’ বলে অভিযোগ ওঠে কী করে? যে বাঙালীররা সবচেয়ে বেশী বুকের রক্ত ঢেলে, ফাঁসীর কাঠে ঝুলে, দ্বীপান্তরে গিয়ে ভারতের স্বাধীনতা আনল, তারা যদি ভারতে বিদেশী হয়, তাহলে স্বদেশী কারা? তিনি বলেন, এটা পরিষ্কারভাবে বাঙালীর বিরুদ্ধে এক গভীর ষড়যন্ত্র৷ আর এই ষড়যন্ত্র অনেক দিন থেকেই চলছে৷ তিনি বলেন, আন্দামানে সংখ্যাগুরু অংশ বাঙালী হওয়া সত্ত্বেও এখানে বাংলা মাধ্যম স্কুলগুলি তুলে দেওয়া হচ্ছে, বাংলা শিক্ষক নিয়োগ না করে অবাঙালী শিক্ষক নিয়োগ করা হচ্ছে৷ তিনি বলেন, এখানে অবাঙালীরা যে ইনার লাইন পারমিটের নাম করে বাঙালী হঠানোর ষড়যন্ত্র করছে, সমস্ত বাঙালীরা ঐক্যবদ্ধভাবে এর বিরুদ্ধে লড়াই করবে৷ তাঁরা ইনার লাইন পারমিট মানে না৷ তাঁরা এই উদ্দেশ্যে প্রণোদিত শেখর সিং কমিশনও মানে না৷