বাঁকুড়া আনন্দমার্গ স্কুলের পক্ষ থেকে গত ৪ঠা আগষ্ট বাঁকুড়া মিউনিসিপ্যাল হাইস্কুলের হলে আনন্দমার্গ স্কুলের ছাত্র -ছাত্রাদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ এই অনুষ্টানে আনন্দমার্গ স্কুলের ছোট ছোট ছেলেমেয়েরা বাংলা ছড়া, ইংরেজী রাইমস্, কবিতা৷ প্রভাত সঙ্গীত , প্রভাত সঙ্গীত অবলম্বনে নৃত্য, প্রভৃতি পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করে দেয়৷
এই দিনে সাংস্কৃতিক অনুষ্ঠানের মুখ্য আকর্ষণ ছিল শ্রী প্রভাত রঞ্জন সরকারের গল্প অবলম্বনে রচিত নাটক ‘ধর্মের-জয়’৷ সারেঙ্গা আনন্দমার্গ স্কুলের ছাত্র-ছাত্রারাও এই সাংস্কৃতিক অনুষ্টানে সহযোগিতা করেছিলেন ৷ এছাড়া বিশিষ্ট গায়কী সাবিত্রী সেনগুপ্ত ও আচার্য শুদ্ধানন্দ অবধূত প্রভাত সঙ্গীত পরিবেশন করে সকলকে আনন্দ দান করেন৷
এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনন্দমার্গ প্রচারক সংঘের ধর্মপ্রচার সচিব আচার্য বিকাশানন্দ অবধূত৷ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেকেণ্ডারী এডুকেশনের ডিষ্ট্রিক্ট ইন্সপেকটর শ্রী পংকজ সরকারও বিশেষ অতিথি ছিলেন মিউনিসিপ্যাল হাইস্কুলের প্রধান শিক্ষক শ্রী সাধন ঘোষ, প্রধান অতিথি ও বিশেষ অতিথি মহাশয় তাঁদের ভাষণে আনন্দমার্গের শিক্ষ্যাব্যবস্থার ভূয়সী প্রশংসা করেন ও আনন্দমার্গ স্কুলের সর্বাত্মক উন্নতি কামনা করেন৷ সভাপতির ভাষণে আচার্য বিকাশানন্দ অবধূত বলেন, শিক্ষার আদর্শ হ’ল, সা বিদ্যা যা বিমুক্তয়ে’--- সেইটাই বিদ্যাশিক্ষা যা মানুষকে জাগতিক মানসিক ও আধ্যাত্মিক --- সর্বস্তরে সমস্ত প্রতিবন্ধকতা থেকে মুক্তির পথ দেখায়৷ তিনি বলেন, আনন্দমার্গের শিক্ষাদর্শের এইটাই হ’ল মূল ভিত্তি আনন্দমার্গের শিক্ষাব্যবস্থায় বিজ্ঞানভিত্তিক শিক্ষার সঙ্গে সঙ্গে মানুষের নৈতিক ও আত্মিক বিকাশের দিকে বিশেষ দৃষ্টি দেওয়া হয়৷