গত ৬ই অক্টোবর বাঁকুড়া শহরে ‘ষ্টাইল বাজার’ নামে একটি শপিং মলের উদ্বোধনী দিনে বাঙলাকে তুচ্ছ-তাচ্ছিল্য করার, ও মলের কর্তৃপক্ষের শুধুমাত্র হিন্দী ভাষায় সকলকে কথা বলতে বাধ্য করার প্রতিবাদে সরব হন কয়েকজন আমরা বাঙালী কর্মী৷ সেখানে উপস্থিত ‘আমরা বাঙালী’র যুবনেতা অগ্ণিবেশ সেনগুপ্তকে এ ব্যাপারে প্রশ্ণ করা হলে তিনি ঘটনার যে বিবরণ দেন তা নিম্নে প্রদত্ত হ’ল ঃ---
বিলিং কাউণ্টারে দীর্ঘক্ষণ দাঁড়ানো ক্রেতারা বারে বারে অনুরোধ করেন দায়িত্বে থাকা কর্মচারীকে তাঁদের বিল তাড়াতাড়ি নিয়ে নেওয়ার জন্যে৷ কিন্তু কর্মচারীটি এই অনুরোধে কান না দিয়ে দিয়ে বলেন---‘বঙ্গাল নেহী হিন্দীমে বোলিয়ে৷’ ক্রেতারা বলেন---‘হিন্দীতে বলতে হবে কেন? এটা বাঁকুড়া শহর ও বাঙলা৷ এখানে বাংলায় কথা বলুন৷’ উত্তরে কর্মচারীটি বলে ‘হিন্দী ভারতের রাষ্ট্রভাষা তাই হিন্দীতেই কথা বলতে হবে৷’ প্রতিবাদে আমি চিৎকার করে জানাই যে হিন্দী কখনোই ভারতের রাষ্ট্রভাষা নয়, ভারতীয় সংবিধানে হিন্দী রাষ্ট্রভাষা বলে গণ্য নয়, আপনি সংবিধান বিরোধী কথা বলছেন, আর.টি.আই. করে জানুন যে হিন্দী রাষ্ট্র ভাষা নয়৷ উত্তরে কর্মচারীটি চুপ করে যান৷ পরে দায়িত্বে থাকা আর এক ব্যক্তি এসে বলেন যেহেতু হিন্দী রাষ্ট্রভাষা তাই সকলের হিন্দীতেই কথা বলা উচিত৷ এর তীব্র প্রতিবাদ করে আমি একই উত্তর দিই জানতে চাই বাঁকুড়ায় বাঁকুড়ার লোকেদের চাকরী দেয় না কেন আপনার সংস্থাটি? আমার জোরালো প্রতিবাদে সমস্ত ক্রেতারা জানতে পারেন যে, হিন্দী আদৌ ভারতের রাষ্ট্রভাষা নয়, যা কিনা এতদিন ওনারা স্কুলে-কলেজে ভুলটাই শিখে এসেছেন৷ ফলতঃ আমার প্রতিবাদে কর্তৃপক্ষ শেষ পর্যন্ত আমাদের দাবী মানতে বাধ্য হন৷ ন৷