নিজস্ব সংবাদদাতা ঃ উত্তর কলকাতার একটি মহিলা সংঘটন --- ‘‘বড়তলা আয়ুষ আনন্দম্’’ বিভিন্ন সময় দুঃস্থদের মধ্যে কম্বল বিতরণ, রক্তদান শিবির ও গান-আবৃত্তি -বসে আঁকা প্রতিযোগিতার আয়োজন করে থাকে৷ গত ১৭ই জুন এই সংঘটনের সদস্যাবৃন্দ গড়িয়াস্থিত আনন্দমার্গ চিল্ড্রেনস্ হোমে যেখানে ৩৫ জন ২ থেকে ২০ বছর বয়সী পিতৃমাতৃহীন ও দুঃস্থ মেয়েরা পালিত হচ্ছে, তাদের ও তিনজন আশ্রমবাসীর জন্যে দুপুরের ভোজনের আয়োজন করেন৷ সংঘটনের সদস্যাবৃন্দ প্রায় ৫০ জনের জন্যে তৈরী করা খাবার রিজার্ভ বাসে করে বেলা ১২টা নাগাদ গড়িয়ায় আনন্দমার্গ চিল্ড্রেনস্ হোমে নিয়ে যান৷ সেখানে তাঁরা প্রথমে হোমের শিশুদের কিছু আকর্ষণীয় উপহার ও জামা কাপড় দেন৷ এরপর শিশুদের গাওয়া বাংলা-ইংরাজী ও সংস্কৃত ভাষায় বিভিন্ন প্রভাত সঙ্গীত শোণেন ও কয়েকটি নাচও দেখেন৷ তারপর হোমের শিশুদের ও হোমের অন্য আশ্রমিকদের সঙ্গে নিজেরাও আহার করেন৷ উক্ত সংঘটনের সদস্যাবৃন্দ আনন্দমার্গ চিলড্রেন্স হোমের শিশুদের নাচ, গান দেখে ও শুনে অভিভূত হন৷
সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়