বেড়ি গোপালপুরে অখণ্ড কীর্ত্তন, বিভিন্ন সেবা কর্ম ও নারায়ণ সেবা

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ৮ই অক্টোবর উত্তর ২৪ পরগণা জেলার বেড়ি গোপালপুরে কীর্ত্তন দিবস উপলক্ষ্যে অষ্টাক্ষরীয় মহামন্ত্র ‘বাবানাম কেবলম্’ নাম সংকীর্ত্তন অনুষ্ঠিত হয় সকাল ৯টা ৩০ থেকে ১২-৩০ পর্যন্ত৷ কীর্ত্তন শেষে আনন্দমার্গ দর্শন ও কীর্ত্তন মহিমা সম্পর্কে বক্তব্য রাখেন আচার্য অভিব্রতানন্দ অবধূত, আচার্য কৃষ্ণস্বরূপানন্দ অবধূত প্রমুখ৷ এই উপলক্ষ্যে প্রায় ৪০ জন দুঃস্থদের মধ্যে বস্ত্রদান করা হয় ও শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা করা হয়৷ সবশেষে উপস্থিত সকলকে নারায়ণ সেবায় আপ্যায়িত করা হয়৷সমগ্র অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে ছিলেন বিশিষ্ট আনন্দমার্গী শ্রীকুমুদ দাস৷