সংবাদদাতা
অম্বর চট্টোপাধ্যায়
সময়
গত ১৬ই জুলাই বেলঘরিয়া নেচার ওয়েল ফেয়ার সোসাইটি ও ‘সংবেদন’- এর যৌথ উদ্যোগে বেলঘরিয়া অঞ্চলে বৃক্ষরোপণ কর্মসুচী গ্রহণ করা হয়৷
অনুষ্ঠানে দৃষ্টিহীন শিল্পী পাপিয়া কুন্ডু র আহ্বানে শতাধিক প্রতিবন্ধি ভাই-বোন অংশ গ্রহণ করেন৷ সমাজসেবী সমিত সাহা, গৌতম ঘোষাল, শ্রীমতী যুথিকা চট্যোপাধ্যায় সহ বহ বিশিষ্ট মানুষ অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠান সার্থক করে তোলেন৷
অনুষ্ঠানের মূল উদ্যোক্তা অভিষেক ঘটক বলেন, পরিবশে-রক্ষায় তাদের সংস্থা দীর্ঘদিন কাজ করে চলেছে সরকারী সাহায্য ছাড়াই ৷ সরকারী সাহায্যে পেলে আরও বড় মাপের কর্মসূচী গ্রহণ করা যায়৷
সমগ্র অনুষ্ঠানটি নেতৃত্ব দেন গঙ্গা নদী দূষণ মুক্তি আন্দোলনের পুরোধা শ্রী আশীষ গঙ্গোপাধ্যায় মহাশয়৷