ক্রীড়া সংবাদদাতা ঃ ঘূর্ণী পিচ বানিয়ে ফাঁদে ফেলার পরিবর্তে নিজেরাই সেই ফাঁদে পড়ে লজ্জাজনক হার হজম করতে হয়েছে৷ পুনে টেষ্টে অসিদের বিরুদ্ধে তাই বেঙ্গালুরুর চিন্নাস্বামী ষ্টেডিয়ামে স্পোর্টিং উইকেট বানানোর দিকেই নজর দিচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড৷
কর্ণাটক ক্রিকেট এ্যাশোসিয়েশনের সচিব সুধাকর রাও দ্বিতীয় টেষ্ট পরিচালনার গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন৷ তিনি চান প্রতিযোগী দুই দলই প্রতিদ্বন্দ্বিতামূলক খেলা উপহার দিক৷ ষ্টেডিয়ামে খেলা পঞ্চম দিন পর্যন্ত গড়াক, দর্শক আনন্দ পাক---সর্বোপরি টিকিট বিক্রি থেকে এ্যাডভারটাইস সবকিছু ঠিকঠাক হলে আর্থিক ক্ষেত্রে সাফল্যও তো আসবে৷ পুনে টেষ্ট আড়াই দিনে শেষ হওয়ায় দারুণ আর্থিক ক্ষতি হয়েছে৷
এদিকে ভারতীয় দলের পারফরমেন্স নিয়ে ক্রিকেট মহলে নানান জল্পনা৷ কারণ তরুণ অসি স্পিনার স্টিভ ওকিফ একাই স্বপ্ণের ভারতীয় ব্যাটিং লাইন-আপকে দুরমুশ করেছেন---দু ইনিংসে নিয়েছেন মোট ১২টি উইকেট৷ ভারতের হাতেও ছিল অশ্বিন, জাদেজাদের মত দক্ষ স্পিনার৷ কিন্তু কেন তাঁরা ব্যর্থ হলেন আর অষ্ট্রেলিয়ার অধিনায়ক স্মিথ দ্বিতীয় ইনিংসে ওই ঘূর্ণি পিচেও সেঞ্চুরী হাঁকিয়ে গেলেন৷ সেখানে বিরাট, রাহানেরা কোনও প্রতিরোধ গড়তেই পারলেন না৷ ভারত হেরেছে ৩৩৩ রানে৷ তবে আমরা ভারতীয় ক্রিকেটপ্রেমীরা আশা রাখি বেঙ্গালুরু টেষ্টেই ভারত প্রমান করবে দেশের মাটিতে কেন ভারত যে কোনও দলের কাছে কঠিন প্রতিপক্ষ৷
সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়