সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
দুর্গাপুর ঃ বর্ধমান জেলায় বেশ কিছু বেসরকারী ইঞ্জিনিয়ারিং কলেজ তৈরী হয়েছে৷ এই কলেজগুলির ওপর সরকারে যেমন কোন নজরদারী নেই তেমনি কলেজ কর্তৃপক্ষেরও কোন নজরদারী নেই৷ নামেই ‘পরীক্ষা’ আসলে টোকাটুকির স্বর্গে পরিণত হয়েছে এই ধরণের প্রতিষ্ঠানগুলি৷ একটি নামকরা ইঞ্জিনিয়ারিং কলেজের এক প্রাক্তন ছাত্রের মতে এখানকার ছাত্র-ছাত্রাদের একটা উজ্বল মার্কসিট দিয়ে ছাত্রদের আকৃষ্ট করাই এই প্রতিষ্ঠান গুলির প্রধান লক্ষ্য৷ এর ফলে এই সমস্ত কলেজে তেমন ক্যাম্পাসিং হয় না৷ যারা কোন কাজ না শিখে শুধু সার্টিফিকেট দেখিয়ে কিস্তিমাত করার চেষ্টা করে তারা অবশেষে তিক্ত অভিজ্ঞতা নিয়ে প্যাবিলিয়নে ফিরে আসতে বাধ্য হয়৷ এখান থেকে পাশ করে পেটের ভাত জোগাড় করা খুবই কঠিন বলে মন্তব্য করে ওই ছাত্রটি৷