বিভিন্ন স্থানে নীলকন্ঠ দিবস পালন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

 আনন্দনগর ঃ ১২ই ফেব্রুয়ারী বেলামু পাহাড়ের পাদদেশে মার্গগুরু ভবন  ‘আনন্দমুর্ছনার’ রমনীয় পরিবেশে  ‘নীলকন্ঠ দিবস’ পালন করা হয়৷ এই উপলক্ষ্যে এখানে আনন্দমার্গের  ডামরুঘুটুও কৌশিকী ডুংরী ইয়ূনিট সহ বিভিন্ন স্থান থেকে  তথা আনন্দনগরের  বিভিন্ন ইয়ূনিট থেকে আনন্দমার্গীরা ও আনন্দমার্গের কর্মী ও সন্ন্যাসীরা  ও উমানিবাসের সন্ন্যাসিনী ‘দিদি’রা সমবেত হয়েছিলেন৷ সবাই মিলে ৪৬ তম ‘নীলকন্ঠ দিবস’ পালন করেন৷

এই উপলক্ষ্যে প্রভাত সঙ্গীত ও তিন ঘন্টা ব্যাপী অখণ্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ এরপর মিলিত সাধনান্তে ‘নীলকন্ঠ দিবসে’র ওপর বক্তব্য রাখেন ‘আনন্দনগর নিজ পুরসভার’ চেয়ারম্যান  আচার্য- মুক্তানন্দ অবধূত৷ শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীকে কিভাবে মিথ্যা অভিযোগে গ্রেফতার করা হয়েছিল, কীভাবে জেলের ভেতর তাঁর ওপর বিষ প্রয়োগ করা হয়েছিল, কীভাবে এর বিচারবিভাগীয় তদন্তের দাবীতে মার্গগুরুদেব ৫ বছর ৪ মাস ২দিন অনশন করেছিলেন ও কীভাবে শেষপর্যন্ত আদালতের রায়ে সমস্ত অভিযোগ থেকে  মুক্ত হয়ে তিনি কারামুক্ত  হয়েছিলেন৷ সে সমস্ত বর্ণনা করেন৷ অনুষ্ঠানে উপস্থিত ভক্তগণসহ গ্রামবাসীদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়৷

কৃষ্ণনগর ঃ কৃষ্ণনগর (ঘুর্ণী), শ্যাঁকরা পাড়া আনন্দমার্গ সুকলে অধ্যক্ষা ব্রহ্মচারিণী রত্নদীপা আচার্যার উদ্যোগে ও নদীয়া জেলার ভুক্তি কমিটির অকুন্ঠ সহযোগিতায় ১২ই ফেব্রুয়ারি নীলকন্ঠ দিবস উপলক্ষ্যে সকাল ৯টা থেকে ১২ পর্যন্ত ৩ঘন্টা ব্যাপী মানবমুক্তির মহামন্ত্র ‘বাবা নাম কেবলম্’ অখণ্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ প্রভাত সঙ্গীত ও কীর্ত্তন পরিচালনা করেন অবধূতিকা আনন্দ বিভুকণা আচার্র্য, ব্রহ্মচারিণী অনন্যা আচার্যা ও গোরাচাঁদ দত্ত সহ অনেকে৷   অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু ভক্তবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত হয়৷ কীর্ত্তনান্তে মিলিত সাধনা, গুরুপূজা,স্বাধ্যায় হয়৷ এরপর  অনুষ্ঠানে নীলকন্ঠ দিবসের ঐতিহাসিক তাৎপর্য আলোচনা করেন কৃষ্ণনগর ডায়োসিস সচিব আচার্য মনোশুদ্ধানন্দ অবধূত, প্রবীণ আনন্দমার্গী শ্রী গোরাচাঁদ দত্ত, ডাঃ বৃন্দাবন বিশ্বাস প্রমুখ৷ তাঁরা তাঁদের বক্তব্যে বলেন---আদিগুরু সদাশিব যেমন বিশ্ববাসীকে রক্ষা করার জন্যে বিষ পান করে নীলকন্ঠ হয়েছিলেন তেমনি বিশ্বমানবতাকে রক্ষা করতে পাপচক্রের সমস্ত ষড়যন্ত্র ব্যর্থ করে তাদের দেওয়া বিষকে আত্মস্থ করে নিপীড়িত মানবতার প্রতিষ্ঠা করে নীলকন্ঠ হন৷ অনুষ্ঠানশেষে, তিনশতাধিক ভক্তদের নারায়ণসেবায় আপ্যায়িত করেন ব্রহ্মচারিণী রত্নদীপা আচার্যা, শ্রী সনৎ মৃধা, শ্রী গোবিন্দ বিশ্বাস,                           শ্রী নিত্যানন্দ পাল, শ্রী মনোরঞ্জন বিশ্বাস, শ্রী গৌরাঙ্গ মল্লিক , শ্রী স্মরজিৎ মন্ডল প্রমুখ৷

সরশুনা ঃ দক্ষিণ কলকাতার সরশুনা ক্ষুদিরাম পল্লী থেকে আমাদের সংবাদদাতা জানাচ্ছেন, এখানে ১২ই ফেব্রুয়ারী  সন্ধ্যায় স্থানীয় আনন্দমার্গ ইয়ূনিটের পক্ষ থেকে ‘নীলকন্ঠ দিবস’ পালন করা হয়৷ এই উপলক্ষ্যে প্রথমে কীর্ত্তন ও মিলিত সাধনার অনুষ্ঠান হয়৷ এরপর ‘নীলকন্ঠ দিবসে’র ওপর বক্তব্য রাখেন আচার্য অক্ষয়ানন্দ অবধূত৷ ভুক্তিপ্রধান শিবুপদ আচার্য , লক্ষণ চন্দ্র মণ্ডল, উদয় নাগ প্রমুখ৷ তাঁরা আনন্দমার্গের বিশ্বব্যাপী সেবামূলক কাজকর্ম ও শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীর  ওপর  বিষপ্রয়োগের  ইতিহাস বর্ণনা করেন৷