কে এই আয়রণ ম্যান? কেনই বা তাকে আয়রণ ম্যান বলা হচ্ছে ? আসলে আয়রণ ম্যান ট্রায়াথেলন একটি প্রতিযোগিতা যেটি এবারে ফ্রান্সে আয়োজিত হয়েছিল৷ অন্যসব প্রতিযোগিতার মতো এটিও খুবই কঠিন একটি প্রতিযোগিতা এতে অংশগ্রহণকারীরাই বেশীরভাগ অসুস্থ হয়ে পড়েন, কারণ এর টাক্স থাকে প্রথমে ৪ কিলোমিটার সাঁতার কাঁটতে হবে,এরপর ১৮০ কিলোমিটার সাইকেল চালাতে হবে ও ৪২ কিলোমিটার ম্যারাথন৷ প্রতি মিনিটে ১৪ ক্যালোরি শক্তি ক্ষয়ের পর ৩০ মিলিমিটার ঘাম ঝরে অ্যাথলিটদের৷ তা এই সমস্ত জেনেই মহারাষ্ট্রের নাসিকের পুলিশ কমিশনার রবীন্দ্রকুমার সিঙ্ঘল এই প্রতিযোগিতায় অংশগ্রহন করে প্রতিযোগিতায় জয়ী হয়েছেন৷ তিনি এই সব কঠিন কঠিন ধাপগুলোকে পেরিয়ে লৌহমানবের শিরেপা ছিনিয়ে নিয়েছেন ও সবাইকে ছাপিয়ে গেছেন৷
এর আগে ২০১৫ সালে ২০০০ প্রতিযোগীর মধ্যে ৭ জন ছিলেন ভারতীয়৷ এদের সকল হারিয়েছিলেন অভিনেতা মিলিন্দ সোমান৷ সবকটি ধাপ তিনি মাত্র ১৫ ঘন্টা ১৯ মিনিটে শেষ করে জয়ী হয়েছিলেন এই প্রতিযোগিতায়৷ কিন্তু এবারে মাত্র ৬মিনিট কম সময়ের জন্যে ভারতীয় হিসাবে মিলিন্দ সোমানের রেকর্ড ভেঙ্গে দিলেন নাসিকের পুলিশ কমিশনার রবীন্দ্রকুমার সিঙ্ঘল৷ তিনি এই ধাপগুলো শেষ করেন ১৫ ঘন্টা১৩ মিনিটে৷