বিদ্যালয়ে শিশুর ওপর যৌন নির্যাতনের প্রতিবাদে বাঙালী মহিলা সমাজের স্মারকলিপি

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

মেদিনীপুর ঃ কলকাতার জি. ডি বিড়লা স্কুলের  শিক্ষক কর্তৃক সাড়ে চার বছর বয়সের একটি শিশুর ওপর যৌন নির্যাতনের তীব্র প্রতিবাদ করে ও অপরাধীর বিরুদ্ধে অবিলম্বে কঠোর ব্যবস্থা গ্রহণ ও এ ধরণের ঘটনার পুনরাবৃত্তির যাতে না হয় তার জন্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়ে গত ৬ই ডিসেম্বর বাঙালী মহিলা সমাজের মেদিনীপুর শাখার পক্ষ থেকে জেলা শাসকের নিকট এক স্মারকপত্র পেশ করা হয়৷ স্মারকপত্র পেশে নেতৃত্ব দেন বাঙালী মহিলা সমাজের মেদিনীপুর  শাখায় সেক্রেটারী শ্রীমতী কল্পনা গিরি৷ সঙ্গে ছিলেন পারুল সাধু, প্রভা রায়, কাজল পলমল প্রমুখ৷ স্মারকপত্রে এই দাবীগুলি ছাড়াও তাঁদের যে সমস্ত দাবি ছিল তার মধ্যে রয়েছে, প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে শিক্ষকতার দায়িত্ব কেবলমাত্র মেয়েদের ওপরই অর্পণ করা উচিত৷ কারণ শিশুদের উপযুক্ত স্নেহ-ভালবাসা দিয়ে সযত্নে মেয়েরাই ভালভাবে তাদের জীবন গড়ে তুলতে পারে যা ছেলেরা এক্ষেত্রে ততটা দক্ষতা দেখাতে সক্ষম নয়৷ তাছাড়া সামাজিক-অর্থনৈতিক, সংস্কৃতিক বা ধর্মীয়---এই সমস্ত ক্ষেত্রেই নারীদের পুরুষেরর সমান অধিকার দিতে হবে ইত্যাদি৷