সম্প্রতি অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্ম (এ ডি আর) দেশের বিধায়কদের আয়ের তথ্য বিশ্লেষণ করেছেন৷ দেশের সমস্ত রাজ্যের মিলে ৪০৮৬ বিধায়ক৷ তাদের মধ্যে ৩১৪৫ জন বিধায়ক তাদের হলফনামায় তাদের আয়ের উৎস জানিয়েছেন৷ এদের আয়ের বিশ্লেষণ করা হয়েছে৷
দেখা গেছে দেশের বিধায়কদের গড় আয় বছরে ২৪.৫৯ লক্ষ টাকা৷ এর মধ্যে ২০৩ জন বিধায়কের গড় আয় এর থেকে বেশী৷ এরা দক্ষিণ ভারতের৷ দক্ষিণ ভারতের রাজ্যগুলির বিধায়কদের গড় আয় বার্ষিক ৫১.৯৯ লক্ষ টাকা৷ পূর্ব ভারতের বিধায়কদের গড় আয় তুলনামূলকভাবে সবচেয়ে কম৷ বার্ষিক ৮.৫ লক্ষ টাকা৷
আশ্চর্য্যের বিষয়, যে সমস্ত বিধায়কদের শিক্ষাগত যোগ্যতা পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ তাদের গড় বার্ষিক আয় ৩১.০৩ লক্ষ টাকা৷ অন্যদিকে যাদের শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর তাদের গড় আয় তুলনামূলকভাবে কম৷ বার্ষিক ২০.৮৭ লক্ষ টাকা৷ আর যাঁরা ‘অশিক্ষিত’, মানে পঞ্চম শ্রেণী থেকে কম পড়ালেখা জানা, তাদের বার্ষিক গড় আয় ৯.৩ লক্ষ টাকা৷ গৃহবধু বিধায়কদের বার্ষিক গড় আয় সবচেয়ে কম৷ বার্ষিক ৩.৭৯ লক্ষ টাকা৷ দেশের সবচেয়ে ধনী বিধায়ক নাগারাজু৷ ইনি বেঙ্গালুরু (গ্রামীণ)-এর বিধায়ক৷ তাঁর গড় আয় বার্ষিক ১৫৭.০৪ কোটী টাকা৷ অন্যদিকে দরিদ্রতম বিধায়ক হলেন অন্ধ্রপ্রদেশের বি. ইয়ামিনি বালা৷ তাঁর বার্ষিক গড় আয় মাত্র ১,৩০১ টাকা৷ তবে বলা বাহুল্য এ হিসেব উল্লেখিত বিধায়করা তাদের হলফনামায় যে আয়ের হিসেব দিয়েছেন তার ওপর ভিত্তি করে৷ এ হচ্ছে শাদা টাকা৷ এখানে কার কাছে কত কালো টাকা বা বার্ষিক কালো টাকা তার আয়ের হিসেব নেই৷