বিজেপির রাষ্ট্রপতি প্রার্থী রামনাথ কোবিন্দ

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

এবার বিজেপি পরিচালিত এন.ডি.এ-র  তরফ থেকে রামনাথ কোবিন্দকে রাষ্ট্রপতি প্রার্থী রূপে ঘোষণা করা হ’ল৷ কেন্দ্রের বিজেপি দলের প্রার্থীই যে রাষ্ট্রপতি নির্র্বচিত হবেন, তাতে কোনও সন্দেহ নেই৷

রাষ্ট্রপতি নির্র্বচনের মোট বোটের পরিমাণ ১০ লক্ষ ৯৮ হাজার ৯০৩৷ এখন রামনাথ কোবিন্দের পক্ষে ইতোপূর্বে এসে গেছে ৮ লক্ষ ৮৩ হাজার ৫৭৮ ভোট৷ তাই রামনাথ কোবিন্দের রাষ্ট্রপতি হওয়ার ব্যাপারে কোনও সন্দেহের অবকাশ নেই৷

রামনাথ কোবিন্দের বাড়ী উত্তরপ্রদেশের কানপুরের পারেঙ্খে৷ বিজেপি’র দলিত মোর্র্চর  সভাপতি ছিলেন তিনি৷ দিল্লি হাইকোর্টে কেন্দ্রীয় সরকারের আইনজীবী হিসেবেও কাজ করেছেন৷ উত্তরপ্রদেশ থেকে বিজেপির হয়ে দুবার রাজ্যসভার সদস্য হিসেবে নির্র্বচিত হয়েছিলেন৷  ২০০২ সালে তিনি রাষ্ট্রসংঘের সাধারণ সভায় ভারতের প্রতিনিধিত্বও করেছিলেন৷ সর্বশেষে তাঁকে বিহারের রাজ্যপাল করা হয়েছিল৷