বিরাটকে ইংল্যাণ্ড সফরে সফল হওয়ার মন্ত্র  দিলেন  কপিলদেব

সংবাদদাতা
ক্রীড়া প্রতিনিধি
সময়

ইংল্যান্ড সফরে বিরাট কোহালিকে জেতার ও দলের সাফল্য পাওয়ার জন্য ১৯৮৩-র বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের  কিংবদন্তি অধিনায়ক কপিলদেব কিছু পরামর্শ দিলেন৷   তিনি বলেছেন ইংল্যাণ্ডে সফল হতে গেলে আগাম কিছু চিন্তাভাবনার দরকার আছে৷ কপিল অধিনায়ক হিসাবে ১৯৮৬ সালে ভারতকে টেস্টে সিরিজ জিতিয়ে নিয়ে এসেছিলেন৷ তখন বিদেশের মাটিতে সিরিজ জেতাটা মোটেই সহজ কাজ ছিল না৷ নিজের দলের প্রত্যেক সদস্যের সেরাটা বের করে আনার দায়িত্ব অবশ্যই অধিনায়কের৷ মাঠে মাথা ঠাণ্ডা রেখে স্ট্র্যাটেজি কাজে লাগাতে৷ ভারতীয় বর্তমান দলের প্রত্যেকেই যে ভাল দায়িত্ববান সেকথা কপিল বিরাটকে জানান৷ আর ভারতের ফিটনেস লেবেল খুব ভাল৷ তাই ভারতীয় দল যে ইংল্যাণ্ডে ভাল ফল করবে সে ব্যাপারে নিশ্চিত৷ কপিল বিরাট কোহলির ব্যাটিং অভিজ্ঞতাকেখুব গুরুত্ব দিচ্ছেন৷ কারণ বিরাট পরিস্থিতির সঙ্গে সঙ্গতি রেখে ব্যাট করতে পারেন৷ প্রাক্তন ভারত অধিনায়ক মনে করেন ইংল্যাণ্ড সফরের আগে ইংল্যাণ্ডে ভারতীয়রা যদি কাউণ্টি খেলেন তাহলে ভাল অভিজ্ঞতা নিয়ে ইংল্যাণ্ড সফর করতে পারবে৷ সম্প্রতি ভারত দক্ষিণ আফ্রিকা থেকে ফিরেছে৷ সেখানে টীম ইণ্ডিয়া ১১টি ম্যাচে ৭টি জয় পেয়েছে৷ টেস্টে এমন পরিস্থিতি হয়েছিল যে, যেকোনও দল জিততে পারত৷ যাইহোক দক্ষিণ আফ্রিকায় ভারতীয় দল মোটামুটি সফল৷ তবে ইংল্যাণ্ডের পিচ দক্ষিণ আফ্রিকার মত নয়৷ পরিসংখ্যানে দেখা গেছে স্লো মিডিয়াম পেসাররা সেখানে ভাল ফল করেছে৷ তবে ভারতের বর্তমান বোলিং স্কোয়াড বেশ শক্তিশালী বলে মন্তব্য করেছেন কপিল দেব৷ কিছু খেলোয়াড় দলে আছে যাঁরা ইংল্যাণ্ডের মাঠ ও পরিবেশ সম্পর্কে খুব অভিজ্ঞ নন, তাঁদের ঠিকভাবে কাজে লাগানোর দায়িত্ব বিরাটকেই নিতে হবে৷ আর এই কাজটা খুব সাবলীলভাবে বর্তমান ভারত অধিনায়ক যে করতে পারবেন সে ব্যাপারে নিশ্চিত তিরাশির বিশ্বকাপ জয়ী ভারত-অধিনায়ক৷ আগামী বিশ্বকাপের আগে ভারতের ইংল্যাণ্ড সফর খুবই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন কপিল দেব৷ ক্রীড়া প্রতিনিধি ঃ ইংল্যান্ড সফরে বিরাট কোহালিকে জেতার ও দলের সাফল্য পাওয়ার জন্য ১৯৮৩-র বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের  কিংবদন্তি অধিনায়ক কপিলদেব কিছু পরামর্শ দিলেন৷   তিনি বলেছেন ইংল্যাণ্ডে সফল হতে গেলে আগাম কিছু চিন্তাভাবনার দরকার আছে৷ কপিল অধিনায়ক হিসাবে ১৯৮৬ সালে ভারতকে টেস্টে সিরিজ জিতিয়ে নিয়ে এসেছিলেন৷ তখন বিদেশের মাটিতে সিরিজ জেতাটা মোটেই সহজ কাজ ছিল না৷ নিজের দলের প্রত্যেক সদস্যের সেরাটা বের করে আনার দায়িত্ব অবশ্যই অধিনায়কের৷ মাঠে মাথা ঠাণ্ডা রেখে স্ট্র্যাটেজি কাজে লাগাতে৷ ভারতীয় বর্তমান দলের প্রত্যেকেই যে ভাল দায়িত্ববান সেকথা কপিল বিরাটকে জানান৷ আর ভারতের ফিটনেস লেবেল খুব ভাল৷ তাই ভারতীয় দল যে ইংল্যাণ্ডে ভাল ফল করবে সে ব্যাপারে নিশ্চিত৷ কপিল বিরাট কোহলির ব্যাটিং অভিজ্ঞতাকেখুব গুরুত্ব দিচ্ছেন৷ কারণ বিরাট পরিস্থিতির সঙ্গে সঙ্গতি রেখে ব্যাট করতে পারেন৷ প্রাক্তন ভারত অধিনায়ক মনে করেন ইংল্যাণ্ড সফরের আগে ইংল্যাণ্ডে ভারতীয়রা যদি কাউণ্টি খেলেন তাহলে ভাল অভিজ্ঞতা নিয়ে ইংল্যাণ্ড সফর করতে পারবে৷ সম্প্রতি ভারত দক্ষিণ আফ্রিকা থেকে ফিরেছে৷ সেখানে টীম ইণ্ডিয়া ১১টি ম্যাচে ৭টি জয় পেয়েছে৷ টেস্টে এমন পরিস্থিতি হয়েছিল যে, যেকোনও দল জিততে পারত৷ যাইহোক দক্ষিণ আফ্রিকায় ভারতীয় দল মোটামুটি সফল৷ তবে ইংল্যাণ্ডের পিচ দক্ষিণ আফ্রিকার মত নয়৷ পরিসংখ্যানে দেখা গেছে স্লো মিডিয়াম পেসাররা সেখানে ভাল ফল করেছে৷ তবে ভারতের বর্তমান বোলিং স্কোয়াড বেশ শক্তিশালী বলে মন্তব্য করেছেন কপিল দেব৷ কিছু খেলোয়াড় দলে আছে যাঁরা ইংল্যাণ্ডের মাঠ ও পরিবেশ সম্পর্কে খুব অভিজ্ঞ নন, তাঁদের ঠিকভাবে কাজে লাগানোর দায়িত্ব বিরাটকেই নিতে হবে৷ আর এই কাজটা খুব সাবলীলভাবে বর্তমান ভারত অধিনায়ক যে করতে পারবেন সে ব্যাপারে নিশ্চিত তিরাশির বিশ্বকাপ জয়ী ভারত-অধিনায়ক৷ আগামী বিশ্বকাপের আগে ভারতের ইংল্যাণ্ড সফর খুবই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন কপিল দেব৷