বিরাটকে নিয়ে আগামী  টি-টোয়েন্টিতে বিভ্রান্তি

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

আগামী জুনের শেষে আয়ার ল্যান্ডে যে দুটি Virat Kohli 1টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত, সেই দলের অধিনায়কত্ব করার দায়িত্ব দেওয়া হয়েছে বিরাট কোহালির ওপর এই নিয়ে ক্রিকেট মহলে দারুণ বিভ্রান্তির সৃষ্টি হয়েছে৷ এর কারণ বিরাটের ওই সময়েই কাউন্টির খেলার কথা ঠিক হয়ে রয়েছে৷ এটা জেনেও কেন তাকে দলে রাখা  হল এ প্রশ্ণের উত্তর এখনো পাওয়া যায়নি৷

চুক্তি অনুযায়ী বিরাটের কাউন্টি খেলার কথা আগামী জুন মাসের শেষের দিকে অর্থাৎ ২৫-২৮ জুন পর্যন্ত ইয়র্কশায়ারের বিরুদ্ধে৷ অথচ ডাবলিনে দু’টি টি-টোয়েন্টি ম্যাচ ২৭ ও ২৯ জুন৷ এ বিষয়ে ক্রিকেট বোর্ডের ভারপ্রাপ্ত সচিব অমিতাভ চৌধুরী জানিয়েছেন --- ‘ও সব নিয়ে কোনো চিন্তা নেই, সব ঠিকঠাকই আছে’৷ এও শোণা যাচ্ছে বিরাটকে আয়ারল্যান্ডে খেলানোর জন্য কাউন্টি খেলার মেয়াদ কমানোর চেষ্টা চালাচ্ছে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড৷ শেষ পর্যন্ত কি হতে চলেছে তার কারও জানার বাইরে৷

সেহেতু ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় বর্তমান যে দল তৈরী করা হয়েছে , তাদের নাম হল --- বিরাট কোহালি (অধিনায়ক) , শিখর ধওয়ান, রোহিত শর্র্ম, সুরেশ রায়না, মহেন্দ্র সিং ধোনী (উইকেট কিপার), হার্দিক পান্ডে, মনীশ পান্ডে, দীনেশ কার্তিক, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, সিদ্ধার্থ কল,যশপ্রীত বুমরা, উমেশ যাদব, যুজবেন্দ্র চহাল, কে.এল.রাহুল প্রমুখ৷ এরা হলো আগামী আয়ারল্যান্ডের জুন মাসের ম্যাচের দলের তালিকা৷