সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
সিউড়ি ঃ বীরভূম জেলার কড়িধ্যাগ্রামে নবান্ন মেলার আয়োজন করা হয়েছিল গত ১৬ই ডিসেম্বর৷ মেলাকে ঘিরে গ্রামে বসে ছিল বাউল ও ফকিরের দলের প্রাণের আসর৷ জেলা ও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বাউলের দল বাউল গান পরিবেশন করার জন্য সমবেত হন বলে মেলার উদ্যোক্তরা জানান৷ সব সম্প্রদায়েরই মানুষ সমানভাবে মেলায় অংশগ্রহণ করেন বলে জানালেন স্থানীয় মানুষজন৷ মেলার অন্যতম আকর্ষণ ছিল খাওয়া-দাওয়া নানাপদের ব্যাঞ্জন সহকারে ভাতের ব্যবস্থা যেমন ছিল তেমনি ছিল বিভিন্ন ফলমূল সহকারে চাল নবান্নের৷ মেলার কর্মকর্র্তদের দাবী কড়িধ্যাগ্রামের নবান্ন মেলা বর্তমানে জেলার একটি জনপ্রিয় মেলা৷