বিশ্ব হকি লীগের সেমিফাইনালে ভারত

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

 বিশ্ব হকি লীগের সেমিফাইনালে পৌঁছতে বেশ বেগ পেতে হ’ল ভারতকে৷ গত ৬ই ডিসেম্বর বেলজিয়ামের সঙ্গে রুদ্ধশ্বাস জয় পেয়েছে ভারতীয় হকি দল৷ ম্যাচের ফয়শালা হয় সাডেন-ডেথে৷ নির্ধারিত সময়ে দুই দলই তিনটি করে গোল করে৷ শেষে শেষ হাসি অবশ্যই ভারত হাসে৷ সাডেন ডেথে ৩-২ গোলে ম্যাচ জিতে নেয় ভারতীয় খেলোয়াড়রা৷ উল্লেখ্য ফাইনাল রাউণ্ডের প্রথম ম্যাচে অষ্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত ড্র করেছিল৷ দ্বিতীয় ম্যাচে ইংল্যাণ্ডের কাছে ২-৩ গোলে ভারত ম্যাচ হেরে যায়৷ তৃতীয় ম্যাচে অবশ্যই বেলজিয়ামকে ভারত হারিয়ে জয়ের স্বাদ পেল৷ ভারতীয় হকি দলের বর্তমান কোচ সুর্ড ম্যারিনে৷ নতুন কোচ হিসেবে তাঁর ষ্ট্র্যটেজি কতটা কার্যকরী হয় সেদিকে সকলেরই লক্ষ্য৷ ঘরের মাঠে আশা জাগিয়েছে ভারতীয় হকি দল৷ এখন দেখার শেষ পর্যন্ত গুরজান্ত, হরমনপ্রীতরা নতুন কোচের তত্ত্বাবধানে সফলতা পান কি না৷ ২০১৫ সালে বিশ্ব হকি লীগে ভারতকে ব্রোঞ্জ পদক পেয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল৷