বিশ্ব ক্ষুধা সূচকে ভারতের স্থান ১০০-তে

সংবাদদাতা
পি.এন.এ
সময়

রাষ্ট্রসংঘের  এক সমীক্ষায় বিশ্ব ক্ষুধা সূচকের পরিসংখ্যান থেকে  জানা গেছে, ২০১৭ সালে বিশ্বক্ষুধা সূচকে ভারতের স্থান ১০০-তে৷ ২০১৪ সালে যখন  মোদি সরকার  ক্ষমতায় এসেছিল তখন  বিশ্ব ক্ষুধা সূচকে ভারতের স্থান ৫৫৷ ২০১৭ সালে  তা এতটা নেমে গেল তা ভাবলেই  বিস্মিত  হতে হয়! স্থান ওপরে মানে তুলনামূলকভাবে অন্যদেশের চেয়ে ক্ষুধার্তের সংখ্যা কম৷ যে সবদেশ এই তিন বছর আগে ভারত থেকে পিছিয়ে ছিল তাদের  মধ্য থেকে ৪৫টি দেশ  এগিয়ে গেছে৷ 

ভারতের প্রধানমন্ত্রী বড় বড় বাণী শোণাচ্ছেন, কিন্তু তাঁর সরকারের আমলে বড় বড় পুঁজিপতিরা তাদের পুঁজি দ্রুত বাড়িয়ে চলেছে, কিন্তু  গরীবদের  অবস্থার উন্নতি হচ্ছে না ৷ অনাহার ক্লিষ্ট দেশগুলির তালিকায় ভারতের স্থান শ্রীলঙ্কা, নেপাল, ইরাকের থেকেও নীচে৷