বিশ্ব থ্যালাসেমিয়া দিবসে সেরাম থ্যালাসেমিয়া ফেডারেশনের অনুষ্ঠান

সংবাদদাতা
অম্বর চট্যোপাধ্যায়
সময়

গত ৮ইমে ‘বিশ্ব থ্যালাসেমিয়া দিবস’ উপলক্ষ্যে সেরাম থ্যালাসেমিয়া ফেডারেশনের তরফ থেকে গত ৩রা মে থেকে থ্যালাসেমিয়া সম্বন্ধে রাজ্যের বিভিন্ন স্থানে প্রচার সংঘটিত করা হয়৷

ওই উপলক্ষ্যে গত ৮ই মে কলকাতার শ্যামবাজারে সংঘটনের পক্ষ থেকে  থ্যালাসেমিয়া সচেতনা শিবির অনুষ্ঠিত হয়৷ ওই শিবিরে অন্যান্য বক্তাদের সঙ্গে সংঘটনের সেক্রেটারী শ্রী সঞ্জীব আচার্য্য বক্তব্য রাখেন৷

অনুষ্ঠানে সন্তোষ ট্রফি বিজয়ী বাংলা দলকে স্বাস্থ্য পরীক্ষা বিষয়ক কার্ড দেওয়া হয়৷ দলের খেলোয়াড়দের স্বাস্থ্য বিমা করিয়ে দেওয়া হয়৷ এর আগে, কলকাতা প্রেস ক্লাবে আহ্বান করা এক সাংবাদিক সম্মেলন বাংলা সমেত প্রশিক্ষক ও ম্যানেজার সূদুর বন্দ্যোপাধ্যায় ও লাল্টু দাসকে স্বাস্থ্য পরীক্ষা  কার্ড দেওয়া হয়৷ ভারতীয় ফুটবল এসোসিয়েশনের সম্পাদক উৎপল বন্দ্যোপাধ্যায়কে ওই অনুষ্ঠানে সম্মানীত করা হয়৷

৮ই মের অনুষ্ঠানের বৈশিষ্ট হল থ্যালাসেমিয়া আক্রান্তরা সঙ্গীত ও নাটক পরিবেশন করেন৷ অনুষ্ঠানে বহু চিকিৎসক সমাজকর্মী ও বিশিষ্ট ব্যষ্টিবর্গ উপস্থিত ছিলেন৷