বিশ্ববিদ্যালয়ের  পাঠ্যক্রমে ‘নব্যমানবতাবাদ’

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

ডঃ সুনন্দিতা ভৌমিক মহান্ দার্শনিক শ্রী প্রভাতরঞ্জন সরকারের  নব্যমানবতবাদ দর্শনের  ওপর গবেষণা করে তাঁর গবেষণাপত্র  পেশ  করছেন৷ তিনি কোচবিহার পঞ্চানন বার্র্ম ওয়েষ্ট বেঙ্গল ষ্টেট ইয়ূনিবার্সিটিতে  সহকারী অধ্যাপিকা পদে নিযুক্তও হয়েছেন৷  তাঁর প্রচেষ্টায় শ্রী প্রভাত রঞ্জন সরকারের নব্যমানবতা দর্শনকে  এই বিশ্ববিদ্যালয়ের এম.এ শিক্ষার সিলেবাসে ভারতীয় দর্শনের বিভাগে সংযুক্ত করা হয়েছে৷