বিশ্বভারতীর নূতন উপাচার্য

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

এবার নূতন উপাচার্য মনোনীত হলেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র বিজ্ঞানের অধ্যাপক বিদ্যুৎ চক্রবর্তী৷

কেন্দ্রীয় মানব সম্পদ মন্ত্রক বলেছেন, মন্ত্রকের দেওয়া বিজ্ঞাপনের ভিত্তিতে বিশ্বভারতীর উপাচার্য পদের জন্যে দেশ-বিদেশ থেকে ১১০ জন আবেদন করেছিলেন৷ এর মধ্যে ১৬ জনকে ইন্টারবিউর জন্যে ডাকা হয়েছিল৷ তা থেকে ৫ জনের একটি বিশেষ তালিকা তৈরী হয়৷ ওই তালিকায় অধ্যাপক বিদ্যুৎ চক্রবর্তী ছাড়াও ছিলেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য সবুজকলি সেন, বিশ্বভারতীর দর্শন বিভাগের অধ্যাপিকা আশা মুখোপাধ্যায়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অভিজিৎ চক্রবর্তী ও রবীন্দ্রভারতীর অধ্যাপিকা মহুয়া মুখোপাধ্যায়৷ এদের মধ্যে থেকে শেষ পর্যন্ত কেন্দ্রীয় সরকার অধ্যাপক বিদ্যুৎ চক্রবর্তীকে বেছে নেন৷ ইনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম.এ করেছেন৷ পরে লন্ডন স্কুল অব ইকনমিকস্ থেকে পি.এইচ ডি করেছেন৷ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে ইনি অধ্যাপনাও করেছেন৷

বলা বাহুল্য, ২০১৬ সালে কেন্দ্রের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক তৎকালীন উপাচার্য সুশান্ত দাশগুপ্তকে বরখাস্ত করেছেন৷ তখন থেকে উপাচার্যের পদ খালি ছিল৷