বিশ্বভারতীতে রবীন্দ্রজয়ন্তী অনুষ্ঠান

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ২৫ বৈশাখ রবীন্দ্রনাথের সাধনক্ষেত্র শান্তিনিকেতনে তাঁর ১৫৮তম জন্মদিন সাড়ম্বরে পালিত হয়৷  প্রথমতঃ ভোর ৫ টায় বৈতালিকের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়৷ সারাদিন ধরে রবীন্দ্রসঙ্গীত, নৃত্য, আবৃত্তি, নাটক  প্রভৃতির মাধ্যমে সাড়ম্বরে স্মরণ করা হয় বিশ্বকবিকে৷

সকাল ৭টায় উপাসনা মন্দিরে হয় উপাসনা৷ এই উপাসনায় উপস্থিত ছিলেন উপাচার্য সবুজকলি সেন৷ এদিন তিনি পান্থশালায় বিশ্বভারতী পত্রিকার উদ্বোধন করেন ৷ সন্ধ্যায় সোনারতরী ম্যাগাজিন প্রকাশিত হয়৷

উপাচার্য সবুজকলি সেন বলেন, গুরুদেবের চিন্তাধারাকে সামনে রেখে বিশ্বভারতীকে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য৷