মহিলাদের রিকার্ভ ইভেন্টে গত সোমবার ২৫শে জুন কিস্তিমাত করলেন এক ভারতীয় কন্যা নাম দীপিকা কুমারী৷ তিরন্দাজি বিশ্বকাপের তৃতীয় ষ্টেজে নিজের পুরোনো হারিয়ে যাবার ফর্মে আবার ফিরে এলেন দীপিকা৷ ছ বছর পর জার্র্মনির মিশেল ক্রোপেনকে ৭-৩ এ হারিয়ে সোনা তো জিতলোই তার সাথে ফাইনাল পর্বের জন্য যোগ্যতাও অর্জন করেনিলেন৷
এবারের বিশ্বকাপ ফাইনাল রাউন্ড হবে তুরস্কের সামসুনে৷ এর আগে চার বার বিশ্বকাপ ফাইনালে খেলার তার অভিজ্ঞতা আছে ও তিনি প্রতিবারেই রূপো জিতেছেন সেগুলি হলো---২০১১,২০১২,২০১৩ ও ২০১৫৷
জিতে দীপিকা বলেন, ‘‘শেষ পর্যন্ত হল, সোনা জিতে এটাই মনে হয়েছিল আমার প্রথম জিত৷’’
ম্যাচের শুরুই করেছিলেন ৩০ এর মধ্যে ২৯ পয়েন্ট নিয়ে ৷ বিশ্ব আর্চারি ফেডারেশনের ওয়েবসাইটে দীপিকা বলেন, ‘‘আমি বার বার নিজেকে বলেছি , নিজের বেস্ট টা দিতে হবে৷ এটাই তোমার সময়৷ নিজের খেলাটাকে উপভোগ করতে চেয়েছিলাম৷ হার -জিৎ নিয়ে ভাবিনি৷ আমি যোগ্যতা অর্জন করতে চেয়েছি যোগ্যতা অর্জনে এখন কিছুটা স্বস্তিতে আছি৷ আমি বেশি কিছু আশাও করিনি৷ অলিম্পিকে নিজের সেরাটা দিতে পারিনি বলে আক্ষেপ ছিল মনে৷ ’’
পদকের তালিকায় ভারতের স্থান চতুর্থ ৷ তিন নম্বরে আমেরিকা৷ তার আগে রয়েছে কলম্বিয়া ও চাইনিজ তাইপে৷ তাছাড়া এশিয়ান গেমসে যাওয়ার আগে বার্লিনে চতুর্থ বিশ্বকাপে যাবে দীপিকার দল৷ ১৬ থেকে ২২শে জুলাই মাসে এই প্রতিযোগিতার শুরু হবে৷