বিশ্বকাপে শেষ আটে ভারত

সংবাদদাতা
ক্রীড়া প্রতিনিধি
সময়

ভারতের মহিলা হকি দল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠল ইতালিকে ৩-০ গোলে হারিয়ে৷ লণ্ডনে ইতালির বিরুদ্ধে নমিতা-নেহা-বন্দনা-লালরেমসিয়ামিরা অসাধারণ হকি খেলেছে৷ মাঝ মাঠ আটোসাটো রেখে বার বার আক্রমণ শানিয়েছে ভারতের মেয়েরা৷ আয়ারল্যাণ্ডকে হারালেই সেমিফাইনালে যাওয়ার টিকিট পাওয়া যাবে৷ তাই স্বপ্ণ দেখছে ভারতীয় মহিলা হকি দল৷

দীর্ঘ চল্লিশ বছর পর ভারত আবার সাফল্য পেল বিশ্বহকিতে৷ ১৯৭৮ সালে ভারতের মহিলা হকি দল সাত নম্বর স্থান পেয়েছিল৷ তারপর শুধুই ব্যর্থতা৷ সব বিশ্বকাপেই দশম স্থানের নীচে ভারতের স্থান৷ এবার গ্রুপ লীগে ভারতের শুরুটা খুব ভাল হয়নি৷ সেই কারণে প্লে অফ খেলতে হয় ভারতকে৷ ব্যর্থ হলে দেশে ফিরে আসতে হ’ত রানি রামপালদের৷ মরণ-বাঁচনের ম্যাচে ভারতের এই ঘুরে দাঁড়ানোটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ৷