সূত্র অনুযায়ী পাওয়া তত্ত্ব থেকে জানা গেছে, ইকের কাসিয়াসকে ছেঁটে স্পেন দলে যে গোল কিপারকে নিয়ে এসেছিলেন তাঁর নাম পেপে রেইনা৷ সেই কিপার জড়িয়ে পড়েছেন ইতালির কুখ্যাত মাফিয়াচক্রের সঙ্গে৷ তাঁর সাথে আরও দু’জন ফুটবলার যুক্ত আছে, তাঁদের মধ্যে একজন হল পাওলো কানাভারো ও দ্বিতীয়জন সালভাটোরে অ্যারোনিকারো , নেপলস পুলিশ সূত্রে এই তত্ত্বই পাওয়া গেছে৷ এ্যান্টি মাফিয়া নেপলস দপ্তর এর তদন্ত শুরু করেছে, তাই এই ডিপার্টমেন্টের অফিসাররা এই তিন ফুটবলারকে হাজিরা দেওয়ার আদেশ দিয়েছে ইতালির ফুটবল ফেডারেশনকে৷ আর তারজন্য ইতালি ফুটবল ফেডারেশনের কমিটির সদস্যরা একটি সভাও ডেকেছেন৷ নেপলস পুলিস এই তিন ফুটবলারকে বেশ কিছু সন্দেহভাজন লোকেদের সঙ্গে মেলামেশা করতে লক্ষ্য করেছেন, তাঁদের মধ্যে ইতালির কুখ্যাত মাফিয়া এস্পাসিতো ব্রাদার্সরাও আছে৷ ফ্রান্সিসকো, গ্যাব্রিয়েল, গিসেপ্পে এই তিন কুখ্যাত মাফিয়াদের সঙ্গে বেশ কয়েকবার পেপে রেইনাকে দেখা করতে লক্ষ্য করেছে নেপলস পুলিশ বিভিন্ন অনুষ্ঠানে৷ ইতালি ক্লাব ছাড়ার উপলক্ষ্যে রেইনা একটি নৈশ পার্টি দিয়েছিল একটি হোটেলে৷ সেই হোটেলটি আর কারও নয় ইতালির কুখ্যাত মাফিয়া এস্পাসিতো ব্রাদার্সের৷ এছাড়া পাওলো কানাভারো ও সালভাটোরে অ্যারোনিকারো নিয়মিত খেলার টিকিটও দিতেন এই মাফিয়া ভাইদের৷ পুলিশসূত্রে আরও জানা গেছে যে তাঁদের মধ্যে অবৈধ অর্থ লেনদেনেরও সম্পর্ক ছিল৷ এর সঙ্গে ক্লাব কর্র্তরাও জড়িয়ে আছেন তাই পুলিশ তাঁদেরও সন্দেহভাজনের তালিকায় রেখেছে৷
সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়